Search

:: MNG Info ::

Try To Better Service....

:: Info

:: 8001313707 ::

:: MNG...Flash ::

বিশ্বাস ভঙ্গে পুরুষেরা এগিয়ে



MNG technology News :-

সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস ভঙ্গ বা প্রতারণায় পুরুষদের বিরুদ্ধেই সাধারণত বেশি অভিযোগ পাওয়া যায়। নিজেদের নিয়ন্ত্রণে তাঁদের দুর্বলতা নয়, বরং ইন্দ্রিয়সুখ বা প্রলোভনের প্রতি অধিক আগ্রহের কারণেই পুরুষেরা প্রতারণামূলক কৌশল বেছে নেন।যুক্তরাষ্ট্রের অস্টিনে অবস্থিত টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির মনোবিজ্ঞানীরা নতুন এক গবেষণার ভিত্তিতে এমনটি দাবি করেছেন। তাঁদের ব্যাখ্যা অনুযায়ী, নারীদের তুলনায় পুরুষেরা বেশি তাড়না বোধ করেন। আবার আত্মনিয়ন্ত্রণের ব্যাপারে নারীরা তুলনামূলক এগিয়ে থাকেন। সংশ্লিষ্ট গবেষক নাটাশা টিডওয়েল বলেন, নতুন সম্পর্ক গড়ার প্রলোভনে পুরুষেরা সাধারণত বেশি মাত্রায় আকর্ষণ বোধ করেন। ব্যাপারটা সহজাতভাবেই ঘটে। কিন্তু আগে থেকে নির্ধারিত কোনো পরিস্থিতিতে পুরুষেরা নিয়ন্ত্রিত আচরণ করতে পারেন। সে ক্ষেত্রে তাঁদের আত্মনিয়ন্ত্রণে নারীর সঙ্গে পার্থক্য অপ্রকাশিত থাকে। যুক্তরাষ্ট্রের ২১৮ জন নারী-পুরুষের ওপর পরিচালিত গবেষণাটি নিয়ে একটি প্রতিবেদন সম্প্রতি পার্সোন্যালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি বুলেটিন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণায় অংশগ্রহণকারী ৭০ জন পুরুষ ও ১৪৮ জন নারীর অতীত ও বর্তমান যৌনজীবন, প্রলোভনে আকৃষ্ট হওয়ার ঘটনা, তাড়না, আত্মনিয়ন্ত্রণ ও আকস্মিক প্রতিক্রিয়ার মাধ্যমে সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে প্রতারণা করার প্রবণতা প্রভৃতি বিষয়ের তথ্য সংগ্রহ করা হয়। ইউরেকাঅ্যালার্ট।
Source:- prothom alo technology, Times of India, BBC, CNN, Telegraph,  MNG technology News.

0 comments:

Post a Comment