Search

:: MNG Info ::

Try To Better Service....

:: Info

:: 8001313707 ::

:: MNG...Flash ::

ভবিষ্যতের পাঁচ প্রযুক্তি

::: MNG Technology & Extra News :::
::: MNGinfo.Blogspot.Com :::
“ভবিষ্যতে প্রযুক্তির অবস্থা ভাবার শ্রেষ্ঠ উপায় তা তৈরি করে নেওয়া-- অ্যালান কের কথার সত্যতাই যেন প্রমাণ করেছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন (আইবিএম)। সিলিকন জার্মেনিয়াম চিপ থেকে শুরু করে রিলেশনাল ডেটাবেইজ আর সাম্প্রতিক সময়ে ওয়াটসনের আবিষ্কারক এই আমেরিকান মাল্টিন্যাশনাল প্রযুক্তি এবং পরামর্শকারী প্রতিষ্ঠানটি।
মার্কিন সাময়িকী ফোর্বস এক প্রতিবেদনে জানিয়েছে, কোম্পানিটির প্রতি বছর প্রকাশিত আসন্ন বছরের ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে প্রকাশিত তালিকার প্রতি বরাবরই আস্থা করে আসছে মানুষজন। প্রতিবারের মতো এবারও পাঁচটি স্মার্ট টেকনোলজি নিয়ে তালিকা প্রকাশ করেছে কোম্পানিটি। দেখা যাক কী রয়েছে
এবারের তালিকায়--
১.উন্নত শ্রেণিকক্ষ
অ্যামান্ডা রিপ্লের লেখা দ্য স্মার্টেস্ট কিডস ইন দ্য ওয়ার্ল্ড বইটি বিশ্বের শিক্ষাব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। বইটিতে দেখানো হয়েছে শুধু গুটিকয়েক আমেরিকান শিশুকে প্রযুক্তির ব্যবহার শেখানোর মধ্য দিয়ে কীভাবে আমেরিকা প্রযুক্তিনির্ভরতায় পিছিয়ে পড়ছে।
আইবিএমের নিজস্ব উন্নত শিক্ষাব্যবস্থায় কোনো শিশুর নির্দিষ্ট কোনো জায়গায় সমস্যা হলে তা প্রথমদিনেই শিক্ষক বুঝতে পারবেন। আর এতে সেই অনুসারে বাচ্চাটিকে সাহায্যও করতে পারবেন তিনি।
২. উন্নত দোকানপাট ::: MNGinfo.Blogspot.Com :::
এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে, গত বছর অনলাইন মার্কেট হিসেবে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে অ্যামাজন আর ওয়ালমার্ট। তাদের জনপ্রিয়তার কারণে অন্য কারও নাম সেভাবে উল্লেখ হয়নি সারাবছর। পরিষ্কারভাবে আইবিএমের উন্নত কমার্স ব্যবস্থায় আগের মুদ্রাব্যবস্থা ডিজিটাল সময় অনুযায়ী পরিবর্তিত হচ্ছে। কোম্পানিটি জানিয়েছে আগামী পাঁচ বছরে বাস্তবজীবনে পরিধানযোগ্য কম্পিপউটার এবং এলাকা নির্দেশক প্রযুক্তির ব্যবহারের কারণে বিপণনব্যবস্থা আরও উন্নত হয়ে যাবে।
ফলে দোকানের পাশ দিয়ে হেঁটে গেলেও দোকানের পণ্যের তালিকা চলে আসবে ব্যক্তির স্মার্টফোনে। আর পরে তা থেকে পছন্দ করে যে কোনো জিনিস কিনতে বা পরীক্ষা করতে দোকানিদের রিকোয়েস্ট পাঠালে তারাই ক্রেতাকে পরবর্তী পদক্ষেপ নিতে সাহায্য করবে।
৩. উন্নত ঔষধ
১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতিতে ভিওক্স ওষুধটি বাজারে আসার পর অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল। কারণ কিছুই না অন্যান্য ওষুধের চেয়ে অনেক বেশি কার্যকর ছিল সেটি আর পাকস্থলীর কোনো ক্ষতি করত না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা যায় ওষুধটি কিছু রোগীর ক্ষেত্রে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের জন্য দায়ী। কিন্তু যদি আগে থেকেই ওষুধের সব পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া হয় তাহলে এ ধরনের ঘটনা কমে যাবে অনেকখানি।
আইবিএমের মতে আগামী পাঁচ বছরের মধ্যে চিকিৎসকেরা এক দিনেই ব্যক্তির ডিএনএ পরীক্ষা করে সে সমস্যার সমাধান করে দিতে পারবে। ফলে ডিএনএর উপর ভিত্তি করে পরীক্ষা করায় সহজেই পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া রোগীর চিকিৎসা সম্ভব হবে।
৪. উন্নত সুরক্ষাব্যবস্থা
এখন থেকে আর অন্যের ব্যবহারের কারণে নিজের ক্রেডিট কার্ড এর ব্যালেন্স ফুরিয়ে যাবে না। আগে অনেক ক্ষেত্রে ব্যবহারের কারণে অন্য ব্যবহারকারীর সঙ্গে নির্দিষ্ট ব্যক্তির ব্যালেন্স নিয়ে ভজঘট করে ফেলার সমস্যা সমাধানে অনেকটাই কাজে আসবে আইবিএমের এন্টারপ্রাইজের তথ্য নিরাপত্তা অনুশীলন প্রযুক্তি।::: MNGinfo.Blogspot.Com :::
এক্ষেত্রে আইবিএম ব্যবহারকারীর নির্দিষ্ট ব্যবহারকেই গুরুত্ব দেবে। ফলে সবার সঙ্গে মিলিয়ে না ফেলে নির্দিষ্ট কিছু ব্যবহারের কারণে সহজেই আসল ব্যক্তিকে শনাক্ত করা যাবে।
৫. উন্নত শহর
১৯৬০ সালে জেন জেকব বলেছিলেন শহর শুধু কিছু মানুষের বাসস্থান নয় বরং নতুন কিছু আবিষ্কারের উৎসস্থল। কিন্তু একই সঙ্গে অনেক মানুষ থাকতে গেলে ট্রাফিক জ্যাম, অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ার মতো ঝামেলাও বেড়ে যায়। কিন্তু ২০৫০ সালের মধ্যে প্রায় ৭০ ভাগ মানুষ বাস করবে শহরে; সবধরনের সুবিধা অসুবিধাকে সঙ্গী করে।
আইবিএমের প্রকল্পিত শহর ব্যবস্থায় এমন সুবিধা আনা হয়েছে যাতে সমস্যা সৃষ্টির আগেই তা সমাধান করা যাবে। যেমন-- ট্রাফিক জ্যাম শুরুর আগেই সবাই জেনে যাবে কখন, কোথায় ট্রাফিক জ্যাম সৃষ্টি হতে পারে। এতে করে সে পথে না গিয়ে অন্যপথে গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, MNG technology News, MNG Vision.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  MNG info :::

সাফল্যের পথে ‘ধুম থ্রি’প্রথম দিনেই তোলপাড় তুলল ‘ধুম ৩’

::: MNG Technology & Extra News :::
::: MNGinfo.Blogspot.Com ::: 
মুক্তির আগেই আমির খান অভিনীত ‘ধুম ৩’ বছরের অন্যতম আলোচিত ছবি হিসেবে বিবেচিত হচ্ছিল। গতকাল ২০ ডিসেম্বর মুক্তির পরও তার প্রমাণ মিলেছে। প্রথম দিনেই হইচই ফেলে দিয়েছে জনপ্রিয় ‘ধুম’ সিরিজের তৃতীয় এ ছবিটি। বক্স অফিসে রীতিমতো তোলপাড় তুলেছে অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটি।
এখন পর্যন্ত প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ধরে রেখেছিল শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি। ভারতের সাড়ে তিন হাজার প্রেক্ষাগৃহ থেকে প্রথম দিনে ছবিটির হিন্দি, তামিল ও তেলেগু সংস্করণ থেকে আয় হয়েছিল ৩৩ কোটি ১২ লাখ রুপি।

অন্যদিকে ভারতজুড়ে সাড়ে চার হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ধুম ৩’। এতে করে এর মধ্যেই সবচেয়ে বেশিসংখ্যক প্রেক্ষাগৃহে ছবি মুক্তির রেকর্ড গড়েছে ‘ধুম ৩’। প্রথম দিনে প্রতিটি প্রেক্ষাগৃহে ৯৫ থেকে ১০০ শতাংশ দর্শক উপস্থিতি নিশ্চিত করেছেন হল মালিকেরা। এর ভিত্তিতে চলচ্চিত্র বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, ছবিটির হিন্দি, তেলেগু ও তামিল সংস্করণ থেকে প্রথম দিনের আয়ের পরিমাণ ৪০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। আর সত্যিই এমনটা হলে তা হবে বলিউডের ছবির ইতিহাসে অনন্য এক নজির। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
সাপ্তাহিক ছুটির দিন না হওয়া সত্ত্বেও গতকাল শুক্রবার ‘ধুম ৩’ ছবি দেখতে প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়েন দর্শকেরা। বাজার বিশ্লেষকদের ধারণা, এ ধারা অব্যাহত থাকলে মাত্র তিন দিনেই ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করবে ছবিটি।
ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, ২০ ডিসেম্বর ভারতে একযোগে ৪ হাজার ৫০০ সিনেমাহলে মুক্তি পেয়েছে ‘ধুম থ্রি’। বলিউডের ইতিহাসে এটি নতুন এক রেকর্ড।
কোনো ছুটির দিন ছাড়াই ২০ ডিসেম্বর শুক্রবার শুধুমাত্র সকালের শোতে ৯৫ থেকে ১০০ ভাগ আয় করেছে এই সিনেমা। এমনকি আন্তর্জাতিক বাজারেও মিলেছে ব্যাপক সাফল্য।
চলতি বছরের অন্যতম বড় সাফল্য হিসেবে ইতোমধ্যেই ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘কৃষ থ্রি’র সঙ্গে তালিকায় নাম লিখিয়েছে ‘ধুম থ্রি’।
বলিউড হাঙ্গামার দেওয়া তথ্য অনুসারে, ২২ ডিসেম্বর পর্যন্ত ভারতের সব সিনেমাহলের সিট আগেই বুক করা হয়ে গেছে।
বহুল প্রতীক্ষিত এই সিনেমার জন্য এরই মধ্যে টিকেটের দাম বাড়ানো হয়েছে শতকরা ১০ থেকে ১২ ভাগ। আর মুম্বাইতে বাড়ানো হয়েছে প্রায় ৬০ ভাগ।
আসন্ন বড়দিন এবং নতুন বছরে আরও ভালো ব্যবসা করবে ‘ধুম থ্রি’, এমন ধারণা বক্স অফিস বিশ্লেষকদের। আর ১০০ কোটির ক্লাব ছাড়িয়ে এক সপ্তাহের মধ্যেই ‘ধুম থ্রি’ পৌঁছে যেতে পারে ২০০ কোটির ক্লাবে, এ সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা।
‘ধুম’ সিরিজের প্রথম ছবি মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। এতে অভিনয় করেছিলেন জন আব্রাহাম, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, রিমি সেন, এষা দেওল প্রমুখ। প্রথম ছবির সাফল্যের রেশ ধরে দুই বছর পর মুক্তি পেয়েছিল এ সিরিজের দ্বিতীয় ছবি ‘ধুম ২’। এতে অভিনয় করেন হূতিক রোশন, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, বিপাশা বাসু প্রমুখ। সিরিজের দ্বিতীয় ছবিটিও দারুণভাবে ব্যবসাসফল হয়।
এবার ‘ধুম’ সিরিজের তৃতীয় ছবি উপহার দিল যশ রাজ ফিল্মস। সিরিজের প্রথম দুটি ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন সঞ্জয় গাদভি। ছবিগুলোর সংলাপ ও চিত্রনাট্য লিখেছিলেন বিজয় কৃষ্ণ আচার্য। এবার ‘ধুম ৩’ ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনার পাশাপাশি এটি পরিচালনাও করেছেন ‘তাশান’ ছবির নির্মাতা বিজয় কৃষ্ণ। ‘ধুম ৩’ ছবির প্রধান কয়েকটি চরিত্রে রয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান, ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন ও উদয় চোপড়া।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, MNG technology News, MNG Vision.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  MNG info :::

অ্যান্ড্রয়েডের পথে হাঁটছে উইন্ডোজ!

::: MNG Technology & Extra News :::
::: MNGinfo.Blogspot.Com :::
উইন্ডোজ ফোন ও উইন্ডোজ আরটি অপারেটিং সিস্টেম বিনামূল্যে উইন্ডোজপণ্য নির্মাতাদের সরবরাহ করার পরিকল্পনা করছে মাইক্রোসফট। মার্কিন প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, গুগলের অ্যান্ড্রয়েড হওয়ার পথে রয়েছে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের দুটি সংস্করণ।
মাইক্রোসফটের ঘনিষ্ঠ সূত্রের বরাতে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম বিভাগের প্রধান টেরি মেয়ারসন উইন্ডোজ আরটি ও উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম উন্মুক্ত করে দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। উইন্ডোজের নতুন সংস্করণ ৮.২ বা থ্রেসহোল্ডের সঙ্গে উইন্ডোজ আরটি ও উইন্ডোজ ফোনের নতুন সংস্করণ উন্মুক্ত করতে পারে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।
ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, উইন্ডোজনির্ভর পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে উইন্ডোজ আরটি ও উইন্ডোজ ফোন সফটওয়্যারের লাইসেন্স কিনতে হয়। তবে ভবিষ্যতে এই দুটি সংস্করণ উন্মুক্ত করে দিলে মাইক্রোসফট তাদের অ্যাপ্লিকেশন থেকে লাভ করতে পারবে।

বাজার-বিশ্লেষকেরা জানিয়েছেন, মাইক্রোসফট যদি স্মার্টফোনের ও ট্যাবলেটের জন্য অপারেটিং সিস্টেম উন্মুক্ত করে তবে বর্তমানে বাজারের জনপ্রিয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। এ ছাড়াও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো বেশি করে উইন্ডোজনির্ভর পণ্য তৈরি করবে ও অ্যাপ্লিকেশন ডেভেলপাররাও এদিকেই ঝুঁকবেন।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, MNG technology News, MNG Vision.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  MNG info :::

সুপার কম্পিউটারে আবারও শীর্ষে চীন

::: MNG Technology & Extra News :::
::: MNGinfo.Blogspot.Com :::
চীনের তিয়ানহে-২ নামের সুপার কম্পিউটারটি আবারও বিশ্বের দ্রুতগতির সুপার কম্পিউটার হিসেবে মর্যাদা পেয়েছে। চলতি বছরের জুন মাসের সর্বশেষ তালিকাতেও এটি শীর্ষে ছিল।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, ৩৩.৮৬ পেটাফ্লপ গতিতে কাজ করতে সক্ষম তিয়ানহে-২ সুপার কম্পিউটারটি যুক্তরাষ্ট্র ও জাপানের সুপার কম্পিউটারের গতিকে পেছনে ফেলেছে। এটি প্রতি সেকেন্ডে ৩৩ হাজার ৮৮৬ ট্রিলিয়ন গাণিতিক হিসাব করতে পারে যা যুক্তরাষ্ট্রের তৈরি টাইটান সুপার কম্পিউটারটির চেয়ে দ্বিগুণ। টাইটানের ক্ষমতা ১৭ দশমিক ৫৯ পেটাফ্লপ। বর্তমানে টাইটান সুপার কম্পিউটার হিসেবে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।
১৮ নভেম্বর প্রকাশিত ‘বাইঅ্যানুয়াল টপ৫০০’ এর ৪২তম সংস্করণে সেরা ৫০০ কম্পিউটারের তালিকা প্রকাশ করা হয়েছে। কম্পিউটারের গতিনির্ধারক লিনপ্যাক বেঞ্চমার্কের সাহায্যে প্রতিবছর দুবার বিশ্বের সেরা ৫০০টি সুপার কম্পিউটারের তালিকা প্রকাশ করা হয়। সেকেন্ডে এক হাজার ট্রিলিয়ন গাণিতিক হিসাব করার ক্ষমতাসম্পন্ন পেটাফ্লপ গতির সুপার কম্পিউটারগুলোর একটি তালিকা করেন টেনেসি বিশ্ববিদ্যালয়ের গবেষক জ্যাক ডংগারা। মেট্রিক পদ্ধতিতে শত কোটিকে বলা হয় এক বিলিয়ন। এক হাজার বিলিয়নকে বলা হয় এক ট্রিলিয়ন এবং এক হাজার ট্রিলিয়নকে বলা হয় এক পেটা।
সুপার কম্পিউটার হিসেবে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে আইবিএমের তৈরি সিকুইয়া নামের সুপার কম্পিউটারটি। এটি ১৭.১৭ পেটাফ্লপ গতিসম্পন্ন। চতুর্থ অবস্থানে রয়েছে ফুজিত্সুর তৈরি ১০.৫১ পেটাফ্লপ গতির ‘কে’ কম্পিউটারটি।
২০১০ সালে তিয়ানহে-১ সুপারকম্পিউটারের পর এ বছরের জুন মাসে বিশ্বের দ্রুতগতির সুপার কম্পিউটার হিসেবে তালিকার শীর্ষস্থানে ফিরেছে আসে চীনের তৈরি তিয়ানহে-২। এবারে নভেম্বর মাসে প্রকাশিত সর্বশেষ তালিকাতেও শীর্ষস্থান ধরে রেখেছে তিয়ানহে-২। চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকেরা বিশ্বের দ্রুতগতির সুপার কম্পিউটারটির নির্মাতা।


তিয়ানহে-২ হলো চীনের সুপারকম্পিউটার তিয়ানহে-১-এর ফলোআপ। ২০১০ সালের নভেম্বর মাসে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারের তালিকার শীর্ষে ছিল তিয়ানহে-১। জটিল গাণিতিক হিসাবের কাজে এসব সুপার কম্পিউটার ব্যবহার করা হয়।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, MNG technology News, MNG Vision.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  MNG info :::

ছেলেদের চেয়ে মেয়েরা ১০ বছর এগিয়ে

::: MNG Technology & Extra News :::
::: MNGinfo.Blogspot.Com :::
ছেলেদের তুলনায় মেয়েদের মানসিক পরিপক্বতা দ্রুত হয়—এ ধারণা সমাজে মোটামুটি প্রতিষ্ঠিত। কিন্তু এই প্রথমবারের মতো বিষয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, মস্তিষ্কের পরিপক্বতার দিক থেকে ছেলেদের চেয়ে মেয়েরা প্রায় ১০ বছর এগিয়ে থাকে।
গবেষণার পর যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, মানুষের মস্তিষ্কে জমা হওয়া তথ্য থেকে কোনটি গুরুত্বপূর্ণ, তা বাছাই করতে পারার সক্ষমতা তৈরি হওয়ার পর থেকে মানসিক পরিপক্বতা আসতে শুরু করে। মেয়েদের বয়স মোটামুটি ১০ বছর হওয়ার পর থেকে তাদের এই সক্ষমতা তৈরি হয়। এ জন্য ছেলেদের ১৫ থেকে ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়।
গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে সেরিব্রাল কর্টেক্স সাময়িকীতে। ৪ থেকে ৪০ বছর বয়সী ১২১ জন নারী-পুরুষের ওপর গবেষণাটি চালানো হয়।

গবেষণায় প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে গবেষক সল লিম বলেন, ‘দেখা গেছে, ১০ থেকে ১২ বছর বয়স হওয়ার পর থেকে মেয়েদের মস্তিষ্ক তথ্য বিচার-বিশ্লেষণ করতে পারছে। অর্থাৎ, তাদের মানসিক পরিপক্বতা আসতে শুরু করে। আর ছেলেদের মধ্যে এটা ঘটে ১৫ থেকে ২০ বছর বয়সে।’ টেলিগ্রাফ।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, MNG technology News, MNG Vision.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  MNG info :::

‘যৌবন-সুধা’ ফেরাবে তারুণ্য!

::: MNG Technology & Extra News :::
::: MNGinfo.Blogspot.Com :::
প্রাণীদেহে ওষুধ প্রয়োগ করে নাটকীয়ভাবে তারুণ্য ফিরিয়ে আনতে পেরেছেন বিজ্ঞানীরা। ইঁদুরের ওপর এ পরীক্ষাটি চালিয়েছেন হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষকরা।
এক ধরনের রাসায়নিক উপাদানকে কাজে লাগিয়ে গবেষকরা ইঁদুরের বুড়িয়ে যাওয়া পেশীকে তারুণ্যে ফিরিয়ে আনতে পেরেছেন। ইঁদুরের দেহের এ পরিবর্তনকে মানব দেহের হিসাবে বিজ্ঞানীরা বলছেন, ৬০ বছর বয়সী পেশীকে ২০ বছরের তরুণ পেশীতে রূপান্তর করতে পেরেছেন তারা।

তবে ২০ বছরের তরুণ পেশীতে যে শক্তি থাকে নব যৌবনপ্রাপ্ত এ পেশীতে সেই শক্তি সঞ্চার করা যায়নি। অবশ্য আরো গবেষণা করলে দেহে তারুণ্যের শক্তিও ফিরিয়ে আনা যেতে পারে বলে বিজ্ঞানীরা আশাবাদী।::: MNGinfo.Blogspot.Com :::

গবেষণাটির মধ্য দিয়ে বিজ্ঞানীরা বয়স বেড়ে যাওয়ার সম্পূর্ণ একটি নতুন প্রক্রিয়ার পাশাপাশি এ থেকে কিভাবে তারুণ্যে ফেরা যায় সে সম্পর্কে ধারণা পেয়েছেন। ‘সেল’ জার্নালে গবেষণার ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বুড়িয়ে যাওয়া দেহের একটি একমুখী রূপান্তর প্রক্রিয়া এবং বয়সের সঙ্গে সঙ্গে দেহে যেসব পরিবর্তন ঘটে তা রোধ করা কিংবা আগের অবস্থায় ফিরে যাওয়া যায় না বলেই মনে করা হয়। কিন্তু নতুন এ গবেষণা দেখিয়ে দিল বয়স বেড়ে গেলেও দেহের কিছু কিছু ব্যবস্থাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।

বিজ্ঞানীরা এনএডি নামের রাসায়নিককে কেন্দ্র করে গবেষণা চালিয়েছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেহের কোষকলাগুলোতে এনএডি’র মাত্রা কমতে থাকে।

আর এনএডি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে দেহ কোষকলার শক্তিকেন্দ্র মাইটোক্রোন্ডিয়ার শক্তি উৎপাদন ক্ষমতা কমে যায়। ফলে দেহে বয়সের ছাপ পড়তে থাকে। পরীক্ষায় দেখা গেছে, এই এনএডি’র মাত্রা বাড়িয়ে দিলেই বুড়িয়ে যাওয়া রোধ করে দেহকোষে তারুণ্য ফেরানো যায়।

গবেষকরা ইঁদুরের দেহকোষে এনএডি’র মাত্রা বাড়াতে একটি বিশেষ রাসায়নিক উপাদান প্রয়োগ করেন। দেহে এ রাসায়নিক উপাদানটি প্রাকৃতিকভাবেই এনএডি’তে রূপান্তরিত হয়।

ফলে এই ‘যৌবন-সুধা’য় দুই বছরের ইঁদুরের দেহের পেশীগুলো ছয়মাস বয়সী পেশীতে ফিরে আসে। পেশীর ক্ষয়, প্রদাহ এবং ইনসুলিন প্রতিরোধের ভিত্তিতে এ পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়।

তবে এ গবেষণায় বিজ্ঞানীরা এখনো দেহকে বয়সের প্রভাব থেকে মুক্ত করার পথ বের করতে পারেননি। যেমন: বয়স বাড়লে টেলোমিয়ারের দৈর্ঘ্য কমে যাওয়া কিংবা ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার মতো বিষয়গুলো ঠেকানোর উপায় বেরিয়ে আসেনি।


গবেষকরা বলছেন, বুড়িয়ে যাওয়ার নানা কারণ আছে। এর কারণ একটি নয় যে তা সমাধা করলেই বয়সের প্রভাব রুখে দেয়া যাবে। আর তাই পুরো প্রক্রিয়াটি নিয়ে কাজ করা কঠিন।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, MNG technology News, MNG Vision.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  MNG info :::

তারুণ্য ধরে রাখবে বিস্ময়কর উদ্ভিদ?

::: MNG Technology & Extra News :::
::: MNGinfo.Blogspot.Com :::
জাপানের ওকিনাওয়ার নিশিহারা অঞ্চলে রয়েছে শিনকিচি তাওয়ান্দার একটি গবেষণাগার। সেখানে তিনি একটি পাত্রে ঢেলে দিলেন ক্রান্তীয় একধরনের গাছের নির্যাস থেকে তৈরি স্বচ্ছ হলুদাভ বাদামি তরল। তা থেকে ছড়িয়ে পড়ল মিষ্টি সুবাস। তাঁর বিশ্বাস, জাপানের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের দীর্ঘজীবনের রহস্য হয়তো এই নির্যাসেই লুকিয়ে আছে।
ওকিনাওয়া রিউকিউস বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ্যার অধ্যাপক তাওয়ান্দা দাবি করেন, স্থানীয় ‘গেতো’ উদ্ভিদ থেকে সংগৃহীত ওই নির্যাস সেবনে গড় আয়ু প্রায় পাঁচ ভাগের এক ভাগ বৃদ্ধি পেতে পারে। বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে এ রকমই ইঙ্গিত মিলেছে। ওকিনাওয়ার মানুষের মধ্যে দশকের পর দশক ধরে বিশ্বের সর্বোচ্চ গড় আয়ু দেখা যাচ্ছে। আর স্থানীয় ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাসের মধ্যেই এ রহস্যের কারণ নিহিত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।::: MNGinfo.Blogspot.Com :::
গেতো গাছে রয়েছে বড় বড় সবুজ পাতা। আদাজাতীয় উদ্ভিদ গোত্রের অন্তর্ভুক্ত আলফিনিয়া জেরামবেট প্রজাতির ওই রহস্যময় বুনো গাছ নিয়ে গবেষণা করছেন ২০ বছর ধরে তাওয়ান্দা। ইতিমধ্যে তিনি সেই পরিশ্রমের ফলও পেতে শুরু করেছেন! একধরনের পোকাকে দৈনিক গেতো খাইয়ে তাদের গড় আয়ু ২২ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি করতে সমর্থ হয়েছেন।
ওকিনাওয়ার জঙ্গলে এখনো বিপুল পরিমাণ গেতো জন্মায়। এটি স্থানীয় লোকজনের খাদ্যতালিকায় রয়েছে শত শত বছর ধরে। তারা গাছটির অদ্ভুত ক্ষমতা সম্পর্কে জানত না, কেবল জানত এটি স্বাস্থ্যের জন্য ভালো এবং মানুষকে ঠান্ডা থেকে রক্ষা করে এবং বাড়তি শক্তি জোগায়। এখনো সেখানকার শীতকালীন খাবারে গেতো পাতার ঘন লেই ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে। এতে রয়েছে একধরনের অ্যান্টি-অক্সিডেন্ট, যা আঙুরেও পাওয়া যায়।
অবশ্য ওকিনাওয়ার শাকসবজি ও মাছের মতো সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী খাবারে পরিবর্তনও আসছে। পশ্চিমা প্রভাবে বিভিন্ন ফাস্টফুড ও বিদেশি খাবারে অভ্যস্ত হয়ে পড়ছে নতুন প্রজন্ম।
ওকিনাওয়ার নারীদের গড় আয়ু ৮৭ বছর। তবে পুরুষের ক্ষেত্রে এই আয়ু ৭৯ বছর চার মাসে সীমিত। তাওয়াদা বলেন, আজকাল লোকে ফাস্টফুড বেশি খায়। তাদের মধ্যে স্থূলতা ও অন্যান্য অসুখ-বিসুখ বাড়ছে। কমে যাচ্ছে গড় জীবনকাল। এখন তাই সময় এসেছে প্রথাগত খাদ্যাভ্যাসের প্রতি মনযোগী হওয়ার।

গেতো এখন বিভিন্ন প্রসাধনসামগ্রী তৈরিতেও ব্যবহূত হচ্ছে। এটির বিস্ময়কর ক্ষমতা সম্পর্কে হয়তো শিগগিরই আরও জোরালো বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করা সম্ভব হবে। তখন বাণিজ্যিকভাবে উদ্ভিদটির উৎপাদন বাড়বে—এমনটা নিশ্চিত। আর তাতে দ্বীপটির অর্থনীতিও চাঙা হবে বলে স্বপ্ন দেখেন তাওয়ান্দা। এএফপি।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, MNG technology News, MNG Vision.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  MNG info :::

ক্রেডিট কার্ড হ্যাক হলে কী করবেন?

::: MNG Technology & Extra News :::
::: MNGinfo.Blogspot.Com :::
ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা সাইবার আক্রমণের শিকার হচ্ছেন দীর্ঘদিন ধরেই। পশ্চিমা বিশ্বে ক্রিসমাস, নিউ ইয়ার উপলক্ষ ক্রেডিট/ডেবিট কার্ড দিয়ে কেনাকাটার যে ধুম পড়ে, তার সঙ্গে তাল মিলিয়ে বাড়তেই থাকে ক্রেডিট/ডেবিট কার্ড চুরি বা হ্যাক হওয়ার ঘটনা। ক্রেডিট কার্ডের তথ্য চুরি হয়ে গেলে তার পরিপ্রেক্ষিতে অতি প্রয়োজনীয় ৩ করণীয় বাতলে দিয়েছে বার্তা সংস্থা সিএনএন।

১. চোখ রাখুন ব্যাংক ব্যালান্সের উপর

ক্রেডিট/ডেবিট কার্ড হ্যাক হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি হচ্ছে ব্যাংক ব্যালান্সের উপর নজর রাখা। হ্যাকাররা অনেকসময়ই কার্ডের যথেষ্ট তহবিল আছে কি না তা নিশ্চিত হতে কয়েক সেন্ট পরিমাণের ছোট ছোট লেনদেন করে দেখে। ব্যাংক স্টেটমেন্টে ৬-১১ সেন্টের কোনো লেনদেন হলে ধরে নিতে হবে বেহাত হয়ে গেছে কার্ডের গোপন তথ্য।

২. কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন

ক্রেডিট/ডেবিট কার্ড চুরি হয়ে গেছে, বা হ্যাক হয়ে গেছে নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন ব্যাংক এবং ক্রেডিট কার্ড প্রতিষ্ঠানের সঙ্গে। সাধারণত প্রতারণামূলক লেনদেন ঠেকাতে ক্রেডিট কার্ড কোম্পানি এবং ব্যাংক উভয়েরই নিজস্ব নিরাপত্তাব্যবস্থা থাকে। তবে ওই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কোনো খবর পাওয়ার অপেক্ষা না করেই নিজে থেকেই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করাই শ্রেয়।

৩. পাল্টে নিন ক্রেডিট কার্ড এবং পিন

কার্ড হ্যাক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পাল্টে ফেলুন পুরনো ক্রেডিট কার্ড এবং পুরনো পিন নম্বর। নতুন কার্ড হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে যেসব প্রতিষ্ঠানে ক্রেডিট কার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রতিমাসে লেনদেন করেন সেই প্রতিষ্ঠানগুলোতে নিজের অ্যাকাউন্টটি আপডেট করে নিতে হবে।


প্রযুক্তির সব খবর
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, MNG technology News, MNG Vision.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  MNG info :::

যাই লিখুন, সব দেখছে ফেইসবুক

::: MNG Technology & Extra News :::
::: MNGinfo.Blogspot.Com :::
অনলাইন সেল্ফ-সেন্সরশিপবিষয়ক এক গবেষণায় দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক তাদের সাইটে পাঁচ অক্ষরে চেয়ে বেশি লেখা যে কোনো পোস্ট দেখতে ও ট্র্যাক করতে পারে। এমনকি পোস্টটি পাবলিশ করা না হলেও প্রতিষ্ঠানটির পক্ষে তা দেখা ও ট্র্যাক করা সম্ভব।
এক প্রতিবেদনে মার্কিন সাময়িকী টাইম জানিয়েছে, ট্র্যাকিংয়ের ব্যাপারটি ফেইসবুক নিশ্চিত করেছে এবং জানিয়েছে, ব্যবহারকারীদের বিষয়টি সম্পর্কে প্রতিষ্ঠানটির ডেটা পলিসিতে আগে থেকেই উল্লেখ করা আছে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, পাবলিশ করার আগে ব্যবহারকারীরা যা টাইপ করেন সেসব কন্টেন্ট তারা রেকর্ড করেন না এবং সেগুলো ট্র্যাক করার কোনো পরিকল্পনাও তাদের নেই। এ প্রসঙ্গে ফেইসবুকের ভাষ্য হচ্ছে, যখন ব্যবহারকারীরা ফেইসবুক ব্যবহার করেন, তখন তারা সে সংক্রান্ত সব ডেটা পেতে থাকেন।


তবে, ব্যবহারকারীর এ বিষয়টি পছন্দ না হলে তিনি কম্পিউটারের জাভাস্ক্রিপ্ট বন্ধ করে অথবা ফেইসবুক অ্যাকাউন্টটিই ডিলিট করে ফেইসবুকের ট্র্যাকিংয়ের-এ বিষয়টি বন্ধ করতে পারবেন এমনটাই প্রতিবেদনে জানিয়েছে টাইম।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, MNG technology News, MNG Vision.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  MNG info :::

ফেইসবুকের নতুন ‘সিমপ্যাথাইজ’বাটন

::: MNG Technology & Extra News :::
::: MNGinfo.Blogspot.Com :::

সোশাল জায়ান্ট ফেইসবুক কিছু কিছু ক্ষেত্রে লাইক বাটনের বদলে নতুন বাটন বিবেচনা করছে। নতুন এ বাটনটির নাম হবে ‘সিমপ্যাথাইজ’ বাটন।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফেইসবুকের সফটওয়্যার প্রকৌশলী ড্যান মুরিএলোর দেওয়া তথ্য অনুযায়ী, অন্য একজন প্রকৌশলী ফেইসবুকের ইন্টার্নাল প্রজেক্টের অংশ হিসেবে সিমপ্যাথাইজ বাটনটি তৈরি করেছেন।

তবে মুরিএলো এটাও জানিয়েছেন, এখনই বাটনটি ফেইসবুকে দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। ফেইসবুক আয়োজিত ‘কমপ্যাশন রিসার্চ ডে’-এর প্রশ্নোত্তর পর্বে বিশেষ পোস্টের ক্ষেত্রে লাইক বাটন পরিবর্তন করা হবে কি না এ রকম একটি প্রশ্নের উত্তরে বেশ কিছু তথ্য জানিয়েছেন তিনি।

তিনি জানিয়েছেন, সব পোস্টে বাটনটি ব্যবহার করা যাবে না। শুধু যখন কোনো ব্যবহারকারী তার স্ট্যাটাসের সঙ্গে ফিলিংস তালিকার নেতিবাচক অনুভূতি ট্যাগ করবেন, তখন লাইক বাটনটি সিমপ্যাথাইজ বাটনে পরিণত হবে।

সিমপ্যাথাইজ বাটনটি প্রধানত তৈরি হয়েছে কিছুদিন আগে ফেইসবুকের একটি হ্যাকাথন প্রজেক্টে। ফেইসবুকের এ হ্যাকাথন আয়োজনে প্রতিষ্ঠানটির প্রকৌশলীরা একত্রিত হয়ে নতুন নতুন ধারণা বের করেন। এ রকম ইভেন্ট থেকেই ফেইসবুক চ্যাট এবং ফ্রেন্ড সাজেশনের মতো ফিচারগুলোর ধারণা এসেছিল।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, MNG technology News, MNG Vision.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  MNG info :::


‘ওয়ার্ল্ড ওয়ার জে টু’ পরিচালনায় অ্যান্তোনিও বেয়োনা

::: MNG Technology & Extra News :::
::: MNGinfo.Blogspot.Com :::
ব্র্যাড পিট অভিনীত ‘ওয়ার্ল্ড ওয়ার জে’ সিনেমার সিকুয়েল পরিচালনার দায়িত্ব হুয়ান অ্যান্তোনিও বেয়োনাকে দিতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট অ্যান্ড স্কাইড্যান্স পিকচার্স।
আইএমডিবি জানায়, প্যারামাউন্ট অ্যান্ড স্কাইড্যান্স পিকচার্সের ব্যানারে চলতি বছর মুক্তিপ্রাপ্ত জম্বি মুভি ‘ওয়ার্ল্ড ওয়ার জে’ বিশ্বব্যাপী বেশ সাড়া জাগায়। সিনেমাটি মোট আয় করে ৫৪ কোটি মার্কিন ডলার।

সিনেমার সিকুয়েল পরিচালনার ভার এবার নিতে যাচ্ছেন স্প্যানিশ চলচ্চিত্র পরিচালক হুয়ান অ্যান্তোনিও বেয়োনা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি সিকুয়েল প্রযোজনাও করবেন ব্র্যাড পিট। তার সঙ্গে স্কাইড্যান্সের হয়ে পরিচালনা করবেন ডেভিড এলিসন।

সিনেমার মূল পর্বে পিট জাতিসংঘের এক কর্মীর চরিত্রে অভিনয় করেন। যিনি জম্বির সংক্রমণ ঠেকানোর জন্য বিশ্বের বেশ কয়েকটি দেশে যান।

‘ওয়ার্ল্ড ওয়ার জে’ সিনেমার কাহিনি প্রথমে কিছুটা সমালোচিত হলেও পরে তা বক্স অফিসে বেশ আলোড়ন সৃষ্টি করে। তবে সিনেমার সিকুয়েলের চিত্রনাট্য কে লিখবেন সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।


বেয়োনা বর্তমানে ‘দ্য অরফ্যান’ সিনেমা পরিচালনার জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, MNG technology News, MNG Vision.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  MNG info :::

মা হয়েছেন আয়েশা টাকিয়া

::: MNG Technology & Extra News :::
::: MNGinfo.Blogspot.Com :::
বলিউডি অভিনেত্রী আয়েশা টাকিয়া সপ্তাহখানেক আগে জন্ম দিয়েছেন তার প্রথম সন্তানের।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, আয়েশা ২০০৪ সালে ‘টারজান: দি ওয়ান্ডার কার’ সিনেমার মধ্য দিয়ে বলিউডি জগতে যাত্রা শুরু করেন। এরপর ‘দিল মাঙ্গে মোর’, ‘সোচা না থা’, ‘ডোর’, ‘ক্যাশ’, ‘ওয়ান্টেড’-সহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর ২০০৯ সালে মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টের মালিক ফারহান আজমির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আয়েশা।


গত সপ্তাহে প্রথম সন্তানের জন্ম দেন আয়েশা। আর এরপর টুইটারে তিনি তার ভক্তদের শুভকামনার জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, “আমি এবং আমার ছেলে আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানাই। আপনারা আমার জন্য প্রার্থনা করেছেন এবং আপনাদের শুভকামনাতেই আমরা ভালো আছি।”


আয়েশার ছেলের জন্মের আগ পর্যন্ত আয়েশা এবং তার পরিবার পুরো বিষয়টিই লাইম লাইটের আড়ালে রেখেছিলেন। সন্তানের জন্মের পরই বিষয়টি সকলের সামনে এনেছেন ওই অভিনেত্রী। এর আগেও বেশ কয়েকবার আয়েশা টাকিয়ার মা হওয়ার গুজব শোনা গিয়েছিল, তবে প্রতিবারই তা মিথ্যা প্রমাণিত হয়।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, MNG technology News, MNG Vision.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  MNG info :::

ব্রিটনির সঙ্গে জুটি বাঁধছেন গাগা

::: MNG Technology & Extra News :::
::: MNGinfo.Blogspot.Com :::

পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে একসঙ্গে গান গাইবেন লেডি গাগা।
কন্টাক্টমিউজিক জানায়, ব্রিটনি স্পেয়ার্স প্রথমে গাগাকে তার সঙ্গে গান গাইবার আমন্ত্রণ জানান। আর সম্প্রতি তিনি তার সঙ্গে গান গাইবার ইচ্ছা প্রকাশ করেছেন।

গাগা টুইট করে জানান, এখনই আদর্শ সময় ব্রিটনির সঙ্গে একসঙ্গে কাজ করার। ‘ওয়ার্ক বিচ’ হিটমেকার ব্রিটনি গাগার সঙ্গে গলা মিলিয়ে একটি গান রেকর্ড করাতে চাইছেন।

ভক্তদের সঙ্গে একটি লাইভ চ্যাটে ব্রিটনি বলেন, “লেডি গাগার সঙ্গে একটি ডুয়েট গান গাইতে চাই আমি। আমি মনে করি সেটি একটি দারুণ অভিজ্ঞতা হবে। আমার মনে হয় গাগা খুবই অন্যরকম একজন গায়িকা এবং খুবই মজার মানুষ।”

ব্রিটনির প্রস্তাবের জবাবে গাগা টুইট করেন, “আমরা একসঙ্গে গান গাইতেই পারি ব্রিটনি স্পিয়ার্স! এখনই এর জন্য উপযুক্ত সময়।”

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ব্রিটনির অষ্টম স্টুডিও অ্যালবামটি তেমন একটা সাড়া জাগাতে পারেনি শ্রোতাদের মধ্যে। যুক্তরাজ্যে অ্যালবামটি সবচাইতে কম বিক্রিত সিনেমার তালিকায় রয়েছে।

লেডি গাগা এর আগে ২০১০ সালে বিয়োন্সের সঙ্গে হিট গান ‘টেলিফোন’ বাজারে আনেন। তবে এরপর বিয়োন্সের সঙ্গে কথা কাটাকাটি হওয়ায় তার সঙ্গে আর কাজ করেননি গাগা।


২০১৪ এর জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য গ্র্যামি অ্যাওয়ার্ডের আসরেও কেটি পেরির সঙ্গে গান গাইবেন গাগা।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, MNG technology News, MNG Vision.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  MNG info :::

শ্যানেলের মডেল ক্রিস্টেন

::: MNG Technology & Extra News :::
::: MNGinfo.Blogspot.Com :::
শ্যানেলের মডেল ক্রিস্টেন
বিলাসবহুল ফরাসি ফ্যাশন ব্র্যান্ড শ্যানেলের নতুন মডেল হিসেবে দেখা যাবে হলিউডি অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ডকে।
কন্টাক্টমিউজিক জানায়, শ্যানেলের নতুন মুখ হিসেবে ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন ‘টোয়াইলাইট’-খ্যাত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ড।

টেক্সাসের ডালাসে আয়োজিত ব্র্যান্ডটির ‘মেটায়ার ডি আর্ট প্যারিস-ডালাস রানওয়ে শো’-এ শ্যানেলের নতুন মডেল হিসেবে ক্রিস্টেনের নাম ঘোষণা করা হয়।
ক্রিস্টেনের ছবি নিয়ে শ্যানেলের নতুন বিজ্ঞাপনের ছবি তুলবেন শ্যানেলের ‘স্টাইল গুরু’ কার্ল লাগারফেল্ড। শ্যানেলের নতুন বিজ্ঞাপনের ছবিগুলোর প্রচার শুরু হবে ২০১৪ সালের মে মাসে।


ক্রিস্টেনের আগে শ্যানেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন কেইরা নাইটলি, ব্র্যাড পিট, ব্লেক লাইভলি এবং ভেনেসা প্যারাডাইস।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, MNG technology News, MNG Vision.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  MNG info :::

‘সুচ ছাড়া ব্যথামুক্ত ইনজেকশন’

::: MNG Technology & Extra News :::
::: MNGinfo.Blogspot.Com :::
ইনজেকশনের সুচ দেখেই যারা ভয় আঁতকে ওঠেন তাদের জন্য ব্যথামুক্ত পদ্ধতিতে ইনজেকশন দেয়ার ব্যবস্থা নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান।
আইহেলথনেট নামে ওই প্রতিষ্ঠানটি বলছে, বায়োজেক্ট মেডিকেল টেকনোলজি ব্যবহার করে চাপ প্রয়োগের মাধ্যমে এই যন্ত্র কাজ করে।

তিনি বলেন, এটি দিয়ে শিরা ছাড়া দেহের সব স্থানেই ব্যথাহীন ইনজেকশন দেয়া সম্ভব। সিরিঞ্জটি দিয়ে প্রতিবার ইনজেকশন দিতে খরচ পড়বে আনুমানিক ৫০ টাকা।

তিনি বলেন, “একটি যন্ত্র দিয়ে মোট ১ লাখ ২০ হাজার বার ইনজেকশন দেয়া যাবে। এ জন্য ব্যক্তি পর্যায়ে এটি না কেনাই ভালো।”

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন হাসপাতাল থেকে তারা এই যন্ত্রের বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান তৌফিক।

প্রায় দুই দশক আগে বায়োজেক্ট মেডিকেল টেকনোলজি বাজারে আসে।

আইহেলথনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক লোগোমাসিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্ধৃতি দিয়ে বলেন, এই সুচবিহীন সিরিঞ্জটি এতোটাই ব্যথামুক্ত যে ঘুমন্ত শিশুকে এটি দিয়ে ইনজেকশন দিলেও সে টের পাবে না।


এই যন্ত্র ব্যবহার করে ইনজেকশন দেয়া এতোটাই সহজ যে ছয় বছরের শিশুকে দেখিয়ে দিলে সে তা রপ্ত করে নিতে পারবে বলে দাবি করেন তিনি।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, MNG technology News, MNG Vision.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। 
::: Thanks to visit on  MNG info :::

১ মিনিটের জরিমানা লাখ ডলার

::: MNG Technology & Extra News :::
::: MNGinfo.Blogspot.Com :::
অ্যানোনিমাসের সঙ্গে ১ মিনিট সংশ্লিষ্টতার জরিমানা ১ লাখ ৮৩ হাজার ডলার! ২০১১ সালে এক মার্কিন প্রতিষ্ঠানের ওয়েবসাইটের উপর হ্যাকারদের আন্তর্জাতিক সংগঠনটির ডিডিওএস আক্রমণে অংশগ্রহণের জন্য এখন এই বিপুল পরিমাণ জরিমানা গুনবেন মার্কিন নাগরিক এরিক জে রাসোল

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি ডিডিওএস আক্রমণ চালিয়েছিল অ্যানোনিমাস। ওই আক্রমণে অংশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যানসাসভিত্তিক প্রতিষ্ঠান কোচইন্ড ডটকমের উপর আক্রমণের অভিযোগে রসোলকে ১ লাখ ৮৩ হাজার ডলার জারিমানা করেছে মার্কিন আদালত। এছাড়াও দুই বছরের জন্য মার্কিন সংরকারের নজরদারিতে থাকবেন তিনি।

রসোলের দাবি, মাত্র ১ মিনিটের জন্য অ্যানোনিমাসের আক্রমণে অংশ নিয়েছিলেন তিনি। রাসোলকে মার্কিন আদালত যে জরিমানা করেছে, সাইবার আক্রমণের পর ওয়েবসাইটটি পুনরায় ঠিক করতে ওই একই পরিমান খরচ পরেছিল কোচইন্ড ডটকমের। ওই ঘটনায় ১৫ মিনিটের জন্য অকেজো ছিল প্রতিষ্ঠানটির ওয়েবসাইট। ::: MNGinfo.Blogspot.Com :::


অ্যানোনিমাসের সঙ্গে সংশ্লিষ্টতার ঘটনায় মার্কিন আদালতের কঠিন সাজা দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে অ্যানোনিমাসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড হয়েছিল মার্কিন নাগরিক জেরেমি হ্যামন্ডের।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, MNG technology News, MNG Vision.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  MNG info :::

মহাশূন্যে বেড়াতে খরচ ৬০ লাখ টাকা

::: MNG Technology & Extra News :::
::: MNGinfo.Blogspot.Com :::
সাবেক মার্কিন নভোচারী মার্ক কেলি যোগ দিচ্ছেন একটি স্টার্টআপ প্রতিষ্ঠানে যারা ভ্রমণপিপাসুদের নিয়ে যাবেন পৃথিবীপৃষ্ঠ থেকে এক লাখ ফিট উপরে যেখানে উপভোগ করা যাবে নভোচারীর অনুভূতি।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ার্ল্ড ভিউ নামের ওই স্টার্টআপ প্রতিষ্ঠানটি হিলিয়াম গ্যাস বেলুনের সাহায্যে আগ্রহীদের নিয়ে যাবেন ১ লাখ ফিট ওপরে, যাকে ধরা হয় বায়ুমণ্ডলের প্রায় শেষ প্রান্তে।

ওয়ার্ল্ড ভিউতে নাসার প্রাক্তন শাটল কমান্ডার মার্ক কেলি যোগ দিয়েছেন ক্রু অপারেশনস ডিরেক্টর হিসেবে।

ওয়ার্ল্ড ভিউয়ের পরিকল্পনা অনুযায়ী তারা একটি ক্যাপসুল নির্মাণ করবেন যেটিকে একটি বিশাল আকৃতির হিলিয়াম গ্যাস বেলুন পৃথিবীপৃষ্ঠ থেকে ১৯ মাইল উপরে নিয়ে যাবে এবং এতে আরোহনকারী পাবেন মহাকাশের কাছাকাছি পৌঁছানোর এক ‘অসাধারণ অভিজ্ঞতা’।

পৃথিবীপৃষ্ঠ থেকে ১৯ মাইল উচ্চতাকে বায়ুমণ্ডলের শেষ প্রান্ত হিসেবে ধরা হয়। যদিও কারিগরি তথ্যনুসারে ভূপৃষ্ঠ থেকে ৬২ মাইলের কম উচ্চতাকে মহাশূন্য বলে ধরা হয় না। প্রকল্পটি বিষয়ে কেলি জানিয়েছেন, এতদিন যে অভিজ্ঞতার সুযোগ শুধু মহাকাশচারীরা পেয়েছেন তা এখন সাধারণ মানুষকে দেওয়ার জন্য তিনি “অধীর আগ্রহে অপেক্ষা” করছেন।

অন্যদিকে ওয়ার্ল্ড ভিউয়ের সহ-প্রতিষ্ঠাতা জেইন পয়েন্টার বলেছেন, “কথা দিচ্ছি আমাদের উড্ডয়নটি বেশ শান্তিপূর্ণ হবে।”

২০১৬ সালের আগে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব না হলেও এখন থেকেই অগ্রীম টিকেট বিক্রি করা হচ্ছে। টিকেটের দাম ধরা হয়েছে ৭৫ হাজার ডলার বা প্রায় ৬০ লাখ টাকা!
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, MNG technology News, MNG Vision.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  MNG info :::

ফেইসবুকের দরকারি ১০ ফিচার

::: MNG Technology & Extra News :::
::: MNGinfo.Blogspot.Com :::
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক অনেকে নিয়মিত ব্যবহার করলেও এর সব ফিচার সবার জানা নেই। এ লেখায় থাকছে ফেইসবুকের ১০টি দরকারি ও মজার ফিচার।
১. পছন্দের তালিকা
ফেইসবুকে পছন্দের বিষয়গুলো নিয়ে বানাতে পারেন ইন্টারেস্ট লিস্ট। এটি তৈরি করতে  https://www.facebook.com/bookmarks/interests পেইজে যান। ক্রিয়েট লিস্ট-এ ক্লিক করুন, সেখানে আপনার পছন্দের পেইজ বা ব্যক্তিদের যুক্ত করতে পারবেন। পছন্দের পেইজ বা ব্যক্তিদের যুক্ত করার পর নেক্সট-এ ক্লিক করুন। এ তথ্যটি কারা দেখতে পাবে, তা নির্বাচন করুন। এখানে আছে, পাবলিক, ফ্রেন্ডস, অনলি মি। এখানে যাদের নির্বাচন করবেন কেবল তারাই এটি দেখতে পাবেন।

২.  বন্ধুত্বের খোঁজখবর

ফেইসবুকে খুঁজে পেতে পারেন আপনার পুরনো কোনো বন্ধুকে। বন্ধুর তালিকায় থাকা কারও প্রোফাইলে ক্লিক করার পর ছবির নিচে ফ্রেন্ডস লেখা দেখা যাবে। তাতে ক্লিক করে জানা যাবে আপনার বন্ধুর পছন্দের তালিকায় কারা আছেন। সেখানে খুঁজে পেতে পারেন পুরনো কোনো বন্ধুকে। বন্ধুদের মধ্যে কারও কারও টাইমলাইনে নতুন কিছু শেয়ার হয়। তা যদি আপনি দেখতে চান তাহলে টিক চিহ্ন দিন।
চেক করুন অন্যান্য মেসেজ

নিউজ ফিডে নোটিফিকেশন এসে জমা হওয়া নতুন কিছু নয়। এর মধ্যে কিছু থাকে অপ্রয়োজনীয়। এমন নোটিফিকেশনগুলো রাখতে পারেন আলাদা মেসেজ ফোল্ডারে। ফেইসবুকে হাইলাইট স্টোরির মতো আপনার নিউজফিডেও এটা গুরুত্বপূর্ণ হতে পারে। এটি অবশ্য মেসেজকে ছোট করে দেখাবে। নির্বাচিত মেসেজগুলো থাকবে মেইন মেসেজ ফোল্ডারে। অন্য মেসেজগুলো আলাদা ফোল্ডারে এসে জমা হবে।

আলাদা মেসেজ বক্সে নতুন কোনো মেসেজ আসলে, নোটিফিকেশনেও তা দেখাবে না। মেসেজগুলো অন্যান্য মেসেজ রাখার ইনবক্সে জমা হবে।

৪. ছবি দেখার নতুন স্টাইল পছন্দ না হলে

ফেইসবুকে কোনো ছবির থাম্বনেইলে ক্লিক করলে এখন একটি অর্ধস্বচ্ছ কালো পর্দার উপর ছবিটি দেখায়। অথচ আগে ছবিগুলো দেখাত ওয়েব পেইজের উপরই। পুরনো স্টাইলে ছবি দেখতে চাইলে ছবিটি লোড হওয়ার পর রিফ্রেশ বাটন অর্থাৎ F5 চাপুন। এবার আগের স্টাইলেই ছবি লোড হবে।

৫. টাইমলাইন নিয়ন্ত্রণ

ফেইসবুকে একজনের টাইমলাইনে আরেকজন ছবি বা লিংক ট্যাগ করতে পারে। প্রিয় মানুষকে চমকে দিতে এটি দারুণ হলেও, এতে সতর্কতার প্রয়োজন আছে। আপনার টাইমলাইনে অনুমতি ছাড়া ছবি বা লিংক ট্যাগ করার অপশন বন্ধ করে দিতে পারেন। তখন অনুমতি ছাড়া কেউ আপনার টাইমলাইনে কোনো কিছু শেয়ার করতে পারবে না।

ট্যাগ রিভিউ করতে ফেইসবুকের যে কোনো পেইজের উপরে অ্যারোতে ক্লিক করুন। সেটিংসে গিয়ে নির্বাচন করুন ‘হু ক্যান অ্যাড থিংস টু মাই টাইমলাইন’-এ। এছাড়া এডিটে ক্লিক করে কারও শেয়ার করা ট্যাগ রিভিউ করে শেয়ার করতে পারবেন। এতে টাইমলাইনের উপর নিয়ন্ত্রণ রাখা সহজ হবে।
প্রোফাইলের লেখা উল্টো করুন

আপনি চাইলে প্রোফাইলের ইংরেজি লেখা উল্টো করে দিতে পারেন। তখন প্রোফাইলের ইংরেজি লেখাগুলো উল্টো করে দেখাবে। এটি করতে ভাষা নির্বাচনে গিয়ে চেঞ্জ ল্যাংগুয়েজ টু (আপসাইড ডাউন) নির্বাচিত করুন। এরপর দেখুন বদলে গেছে লেখার স্টাইল। প্রোফাইলের সবগুলো লেখা উল্টো দেখা যাবে। হোম পেইজেও কিছুটা পরিবর্তন দেখাবে। তবে লেখা উল্টো করে দেওয়ায় কোনো লাভ না হলেও স্রেফ মজা করা যাবে। ::: MNGinfo.Blogspot.Com :::

৭. ডাউনলোড করুন ফেইসবুক ডেটা

আপনি চাইলে জেনারেল অ্যাকাউন্ট সেটিংস থেকে ফেইসবুকের ডেটাগুলো ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন। টাইমলাইন ইনফো, শেয়ার করা পোস্ট, মেসেজ, ছবি ও অন্যান্য তথ্য ডাউনলোড করা যাবে। এছাড়া আপনি কতটুকু সময় ফেইসবুক ব্যবহার করেছেন, আইপি অ্যাড্রেস সবকিছু আলাদাভাবে সংরক্ষণ করা যাবে।

এজন্য ফেইসবুক পেইজের উপরে ডানপাশের মেনু থেকে সেটিংস নির্বাচন করুন। জেনারেল অ্যাকাউন্টসের শেষের দিকে ডাউনলোডে ‘কপি অফ ইওর ফেইসবুক ডেটা’ থেকে আপনি প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করতে পারেন। ইমেইলে আপনাকে এ বিষয়ে তথ্য সরবরাহ করবে ফেইসবুক।

৮. অ্যাক্টিভিটি লগ

ফেইসবুক অ্যাক্টিভিটি লগ হচ্ছে আপনার ফেইসবুক পোস্ট ও বিভিন্ন কার্যক্রমের তালিকা। ফেইসবুকে প্রথম পোস্ট থেকে শুরু করে সাম্প্রতিক সব পোস্ট জানা যাবে অ্যাক্টিভিটি লগ থেকে। লাইক, শেয়ার, কমেন্টসসহ টাইমলাইনে হিডেন তথ্যগুলোও দেখা যাবে এতে।

৯. প্রাইভেট মেসেজ

আপনার ইউজার আইডির পর @ফেইসবুক ডটকম ঠিকানা ব্যবহার করে ইমেইল পাঠানোর অপশন আছে। ফেইসবুকে থাকা বন্ধুদের হটমেইল, ইয়াহু ও জিমেইলে ইমেইল করতে পারেন। ফেইসবুক থেকে পাঠানো মেসেজের মতোই এতে মেইল প্রেরকের ফেইসবুক প্রোফাইলের ছবি দেখাবে।

১০. মোবাইল পুশ নোটিফিকেশন বন্ধ করা

মোবাইল ফোনে বারবার ফেইসবুক থেকে নোটিফিকেশন আসা বিরক্তির কারণ হতে পারে। পুশ নোটিফিকেশন টার্ন অন বা অফ করার মাধ্যমে আপনি এ সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রাইভেসি সেটিংসে গিয়ে পেইজের বামপাশের তালিকায় নোটিফিকেশনে আপনি এ অপশনটি বন্ধ করে দিতে পারেন। এছাড়া অ্যান্ড্রয়েড, আইফোন ও আইপ্যাড থেকেও নোটিফিকেশন পছন্দমতো পরিবর্তন করা যায়।






১. পছন্দের তালিকা

ফেইসবুকে পছন্দের বিষয়গুলো নিয়ে বানাতে পারেন ইন্টারেস্ট লিস্ট। এটি তৈরি করতে  https://www.facebook.com/bookmarks/interests পেইজে যান। ক্রিয়েট লিস্ট-এ ক্লিক করুন, সেখানে আপনার পছন্দের পেইজ বা ব্যক্তিদের যুক্ত করতে পারবেন। পছন্দের পেইজ বা ব্যক্তিদের যুক্ত করার পর নেক্সট-এ ক্লিক করুন। এ তথ্যটি কারা দেখতে পাবে, তা নির্বাচন করুন। এখানে আছে, পাবলিক, ফ্রেন্ডস, অনলি মি। এখানে যাদের নির্বাচন করবেন কেবল তারাই এটি দেখতে পাবেন।

২.  বন্ধুত্বের খোঁজখবর

ফেইসবুকে খুঁজে পেতে পারেন আপনার পুরনো কোনো বন্ধুকে। বন্ধুর তালিকায় থাকা কারও প্রোফাইলে ক্লিক করার পর ছবির নিচে ফ্রেন্ডস লেখা দেখা যাবে। তাতে ক্লিক করে জানা যাবে আপনার বন্ধুর পছন্দের তালিকায় কারা আছেন। সেখানে খুঁজে পেতে পারেন পুরনো কোনো বন্ধুকে। বন্ধুদের মধ্যে কারও কারও টাইমলাইনে নতুন কিছু শেয়ার হয়। তা যদি আপনি দেখতে চান তাহলে টিক চিহ্ন দিন।
 Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, MNG technology News, MNG Vision.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  MNG info :::