Search

:: MNG Info ::

Try To Better Service....

:: Info

:: 8001313707 ::

:: MNG...Flash ::

শিশুর শরীরের ঘ্রাণে সুখের অনুভূতি

MNG technology News :-

নবজাতকের শরীরের ঘ্রাণ মা ও শিশুর সম্পর্ককে নিবিড় করে তোলে। নতুন মায়েদের মস্তিষ্কে বিশেষ সুখের অনুভূতি তৈরির জন্য তাঁদের শিশুসন্তানের শরীরের অনন্য গন্ধই দায়ী। মা হওয়ার ফলে শরীরে হরমোনের পরিবর্তনের ফলেই ওই ঘ্রাণের প্রভাবে একধরনের সুখানুভূতি পান। এমন দাবি কানাডার একদল গবেষকের।

মন্ট্রিয়াল ইউনিভার্সিটির শিক্ষক জোহানেস ফ্রাসনেলির নেতৃত্বে গবেষকেরা মা ও শিশুর সম্পর্কে বিশেষ ঘ্রাণের প্রভাব বা ভূমিকা নিয়ে পরীক্ষা চালান। তাঁরা নবজাত ১৮টি শিশুর শরীরের ঘ্রাণ অলফেকটোমিটার যন্ত্রে সংরক্ষণ করে ৩০ জন নারীকে (তাঁদের অর্ধেকে সদ্য মা হয়েছেন আর বাকিরা নিঃসন্তান) শুঁকতে দেন। এ সময় তাঁদের মস্তিষ্কের গতিবিধি এফএমআরআই যন্ত্রে পর্যবেক্ষণ করা হয়। এতে দেখা যায়, নতুন মায়েদের মস্তিষ্কে ডোপামাইন নামের রাসায়নিক পদার্থের তৎপরতা বেড়ে যায়। প্রণোদনা বা পুরস্কার জয়ের সুখানুভূতির সঙ্গে ডোপামাইনের সম্পর্ক রয়েছে। লাইভসায়েন্স।
Source:- prothom alo technology, Times of India, BBC, CNN, Telegraph,  MNG technology News.

0 comments:

Post a Comment