Search

:: MNG Info ::

Try To Better Service....

:: Info

:: 8001313707 ::

:: MNG...Flash ::

সমালোচনা সইতে না পারার কারণ


MNG technology News :-

প্রশংসা করে কেউ কিছু বললে আমরা সহজেই তা গ্রহণ করি, কিন্তু দোষারোপ বা সমালোচনা করলে খুব কম লোকই তা সহজে মেনে নিতে পারেন। দোষারোপ আমরা কেন খুব সহজে মেনে নিতে পারি না—সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকেরা তার কারণ উদঘাটন করেছেন।
গবেষকেরা বলছেন, দোষারোপের বিষয়টি মেনে নেওয়ার ক্ষেত্রে অনেকে ভাবেন লজ্জার বা বিব্রতকর পরিস্থিতি এড়াতেই অনেকে তা মানতে চান না। আসলে এ ক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতির চেয়ে মস্তিষ্কের কার্যকলাপই বেশি দায়ী।
গবেষকদের বরাতে এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, কোনো কাজের যখন নেতিবাচক ফল শোনানো হয়, তখন মস্তিষ্ক সেই ফলাফল মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকে না। এ সময় মস্তিষ্ক কম সজাগ থাকে। এ ধরনের ফল মানিয়ে নিতে মস্তিষ্কের কিছুটা সময় লাগে।
গবেষকেরা জানিয়েছেন, তাঁদের এ গবেষণা আমাদের কৃতকর্মের দোষ মেনে নিতে কেন কষ্ট হয়, সে বিষয়ে ধারণা দেবে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইনস্টিটিউট অব কগনিটিভ নিউরো-সায়েন্সের গবেষক প্যাট্রিক হ্যাগার্ড জানিয়েছেন, গবেষণায় দেখা গেছে, কোনো কাজের ইতিবাচক ফলাফলের ক্ষেত্রে মানুষ যেমন দায়িত্ব নিতে প্রস্তুত থাকে, তেমনি ফল নেতিবাচক হলে কম দায়দায়িত্ব নিতে চান।


গবেষকেরা জানিয়েছেন, দোষারোপ বা নেতিবাচক ফলাফল মানিয়ে নিতে মস্তিষ্কের কিছুক্ষণ সময় লাগে। অবশ্য কোনো কাজের ইতিবাচক ফল বা পুরস্কার গ্রহণের বিষয়ে ‘মস্তিষ্ক সর্বাধিক সচেতন’ থাকে।
Source:- prothom alo technology, Times of India, BBC, CNN, Telegraph,  MNG technology News.

0 comments:

Post a Comment