Search

:: MNG Info ::

Try To Better Service....

:: Info

:: 8001313707 ::

:: MNG...Flash ::

দ্রুতগতির নেটে বিশ্বসেরা দক্ষিণ কোরিয়া


MNG technology  & Extra News :-

MNGinfo.Blogspot.Com

সারা বিশ্বে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারকারী দেশের তালিকায় শীর্ষে আছে দক্ষিণ কোরিয়া। সম্প্রতি এ বিষয়ে একটি তালিকা প্রকাশ করে পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট স্ট্যাটিস্টা। তালিকার শীর্ষে থাকা দেশগুলোর প্রতিটিতেই নেটের গতি ১০ এমবিপিএস।শীর্ষ থাকা দক্ষিণ কোরিয়ার ৪৫ শতাংশ বাসিন্দা ১০ এমবিপিএস গতির ইন্টারনেট ব্যবহার করেন।
শীর্ষ তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে জাপান ও সুইজারল্যান্ড। জাপানের ৪৩ এবং সুইজারল্যান্ডের ৩৭ শতাংশ মানুষ দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করেন। তালিকায় স্থান পাওয়া অন্য দেশগুলো হলো লাটভিয়া, নেদারল্যান্ডস, চেক প্রজাতন্ত্র, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য। প্রভাবশালী দেশ হিসেবে পরিচিত হলেও এ তালিকায় অষ্টম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
সারা বিশ্বেই বর্তমানে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ বাড়ছে। এ তালিকায় পিছিয়ে আছে এশিয়ার বিভিন্ন দেশ। ইন্টারনেট সুবিধা সবার কাছে পৌঁছাতে হলে সবার জন্য দ্রুতগতির ইন্টারনেটের সুবিধা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
Source:- prothom alo technology, Times of India, BBC, CNN, Telegraph,  MNG technology News.
Thanks to visit on  MNGinfo

মোবাইল ফোনের যত বদভ্যাস!


MNG technology  & Extra News :-

MNGinfo.Blogspot.Com
মুঠোফোন যেমন আমাদের জীবনকে সহজ করে তুলেছে তেমনি এর অতিরিক্ত ব্যবহারের কারণে মানুষের মধ্যে নানান বদভ্যাসও গড়ে উঠছে। অনেকের কাছে জীবনের স্বাভাবিক সবকিছুর সঙ্গে জড়িয়ে গেছে মুঠোফোন। নানা কাজে প্রতিদিন অসংখ্যবার চোখ রাখতে হয় মুঠোফোনের পর্দায় বা পরীক্ষা করে দেখতে হয় কেউ কল করেছে কি না। মানুষের সঙ্গে বারবার যন্ত্রের এই ক্ষণিকের সাক্ষাৎকে গবেষকেরা বলেন, ‘মাইক্রো-ইন্টারঅ্যাকশন’। অভ্যাসবশত গড়ে ওঠা মাইক্রো-ইন্টারঅ্যাকশন মানুষের জীবনে যন্ত্রণাদায়ক হয়ে উঠতে পারে।
মুঠোফোন-সৃষ্ট বদভ্যাসের মধ্যে একটি হচ্ছে টয়লেটে বসে মোবাইলে বার্তা পাঠানো, কথা বলার মতো ঘটনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের চালানো এক জরিপে দেখা গেছে প্রতি চারজনের অন্তত তিনজন টয়লেটে গিয়ে মোবাইল ফোন ব্যবহার করেন।
মুঠোফোনের কারণে গড়ে ওঠা অভ্যাসের আরেকটি হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই মোবাইল খুঁজে বেড়ানো। রাতে ঘুমাতে যাওয়ার আগে যেখানেই মোবাইল ফোন রাখা হোক না কেনো সকালে ঘুম থেকে উঠে সবার আগে মোবাইল ফোনটি নেড়েচেড়ে দেখার অভ্যাস গড়ে তোলেন অনেকেই।  শুধু ঘুম থেকে জেগে মোবাইল হাতড়ানোই নয়, ঘুমাতে যাওয়ার আগে সর্বশেষ যে কাজটি অনেকেই করছেন তা হচ্ছে মোবাইল ঘাঁটাঘাঁটি করা।
মোবাইলের পেছনে অতিরিক্ত অর্থ ব্যয় করা এখন অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। অ্যাপ্লিকেশন কেনা থেকে শুরু করে স্মার্টফোনটিকে ফ্যাশন পণ্য হিসেবে ব্যবহার করতে অনেকেই এর পেছনে অঢেল অর্থ খরচ করছেন এখন।

মুঠোফোন হাতে থাকায় যেখানে সেখানে সবকিছুরই ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ছেন ব্যবহারকারী। আর অযথা এই ছবি তোলার অভ্যাস পরিণত হচ্ছে বদভ্যাসে।

মুঠোফোনে গেম খেলা বা অতিরিক্ত সময় ভিডিও দেখার মতো অভ্যাসও তৈরি হচ্ছে। মুঠোফোনের চার্জার দেখলেই অনেক ব্যবহারকারীকে ঝাঁপিয়ে পড়তে দেখা যায় যা তাঁর অভ্যাসের কারণে হতে পারে। মুঠোফোন ব্যবহারের ফলে দেখা যায় অনেকের কানে সব সময় হেডফোন দেওয়া রয়েছে। কান থেকে হেডফোন না খোলার কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ কথা শুনতে পান না ব্যবহারকারী। কানে সব সময় হেডফোন দিয়ে রাখাটাও বদভ্যাসের পর্যায়েই পড়ে। অনেকেই আবার মুঠোফোনে চ্যাটিং আর বার্তা পাঠানোর কাজে সর্বক্ষণ ব্যস্ত থাকেন আর এই সব সময় ব্যস্ত থাকার বিষয়টি বদভ্যাস বলে বিবেচিত হয়। অনেকেই খাওয়ার সময় তার মোবাইল ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। খাবার সামনে রেখে মুঠোফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে সময় কাটানোটা তখন বদভ্যাসের পর্যায়ে পড়ে।

কারও জন্য যখন অপেক্ষা করতে হয় তখন সময় কাটানো কাটানোর উদ্দেশ্যে অনেকেই উদ্দেশ্যহীন ভাবে অ্যাপ্লিকেশন চালাতে শুরু করেন বা গেম খেলতে শুরু করেন। অনেকেই পাশে বসে থাকা কোনো ব্যক্তির সঙ্গে আলাপচারিতায় যান না। এতে সামাজিকতা নষ্ট হয়।

অতিরিক্ত মুঠোফোনের ব্যবহারে মানসিক ও শারীরিক ক্ষতি হতে পারে বলে গবেষকেরা সতর্ক করেছেন।

স্বাভাবিক সুন্দর জীবন-যাপনে মুঠোফোনের যন্ত্রণা থেকে দূরে থাকতে সাতটি উপায় মানুষের জন্য কাজে লাগতে পারে।

১. বার্তা নয়, প্রয়োজনে কথা বলতে পারেন

২. মাঝে মাঝে মুঠোফোন ব্যবহার থেকে নিজেকে বিরতি দিতে পারেন

৩. একসঙ্গে একাধিক কাজ এড়িয়ে চলুন এবং নির্দিষ্ট কাজে মনোযোগ দিন

৪. খাবার সময় মুঠোফোনের ব্যবহার এড়িয়ে চলুন

৫. ছবি তোলার আগে নিজে উপভোগ করুন

৬. ছবি আপলোড করার আগে যাচাই করুন


৭. রাতে প্রয়োজনবোধে মুঠোফোন বন্ধ করে ঘুমাতে যেতে পারেন।
Source:- prothom alo technology, Times of India, BBC, CNN, Telegraph,  MNG technology News.
Thanks to visit on  MNGinfo

টয়লেট থেকে বিদ্যুৎ!


MNG technology  & Extra News :-

MNGinfo.Blogspot.Com
সিঙ্গাপুরের গবেষকেরা এমন একটি টয়লেট সিস্টেম উদ্ভাবন করেছেন যাতে মানব বর্জ্য ব্যবহার করে বিদ্যুত্ ও সার উত্পাদন করা সম্ভব। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (এনটিইউ) গবেষকেদের তৈরি এই টয়লেট সিস্টেমে মানব বর্জ্য থেকে বায়োগ্যাস তৈরি করা সম্ভব। গবেষকেদের দাবি, টয়লেট থেকে উত্পন্ন গ্যাসে রান্না করা যাবে এবং তা বিদ্যুত্ উত্পাদনেও কাজে লাগানো যাবে। এ ছাড়াও অতিরিক্ত বর্জ্য সার হিসেবে জমিতে ব্যবহার করা সম্ভব হবে। গবেষকেরা জানিয়েছেন, তাঁদের তৈরি টয়লেট সিস্টেমটির নাম ‘নো-মিক্স ভ্যাকুয়াম টয়লেট’। এ টয়লেট সিস্টেমে পানির অপচয় কম হবে। প্রচলিত টয়লেট সিস্টেমের তুলনায় এ টয়লেটে ৯০ শতাংশ পানির সাশ্রয় হবে বলে গবেষকেদের দাবি। প্রচলিত টয়লেটে প্রতিবার ফ্ল্যাশের সময় ৪ থেকে ছয় লিটার পানি লাগে। নো-মিক্স ভ্যাকুয়াম টয়লেটের ক্ষেত্রে সর্বোচ্চ এক লিটার পানি লাগতে পারে। গবেষকেরা জানান, নো-মিক্স ভ্যাকুয়াম টয়লেটে মূলত দুটি চেম্বার থাকে। একটিতে মানব বর্জ্যের তরল ও আরেকটিতে শক্ত অংশ জমা হয়। ভ্যাকুয়াম সাকশন প্রযুক্তি ব্যবহার করে তা থেকে বায়োগ্যাস তৈরি হয়। গবেষকেরা জানিয়েছেন, নতুন প্রযুক্তির এ টয়লেট সিঙ্গাপুরে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য পেলে আগামী তিন বছরের মধ্যেই এ টয়লেট বাজারে আসার সম্ভাবনা রয়েছে। গবেষকেরা জানিয়েছেন, এ ধরনের টয়লেট ব্যবহার করা হলে নবায়নযোগ্য সাশ্রয়ী জ্বালানি ব্যবহারের সুযোগ তৈরি হবে এবং বর্জ্য সার হিসেবেও ব্যবহার করা যাবে।
Source:- prothom alo technology, Times of India, BBC, CNN, Telegraph,  MNG technology News.

পিঁপড়া অনেক উঁচু থেকে পড়লেও মরে না কেন?

MNG technology & Extra News :-

MNGinfo.Blogspot.Com


ধরা যাক, আপনি ২০ তলা উঁচু ভবনের ছাদ থেকে একটা পিঁপড়া নিচে ফেলে দিলেন। এতে যে তার মরার কোনো আশঙ্কা নেই, তা সবাই বোঝে। কারণ, এত হালকাভাবে সে মাটিতে পড়বে যে টেরই পাবে না। সাধারণভাবে আমরা ধরে নিই যে পিঁপড়ার ওজন কম বলেই তার কিছু হয় না। কথাটা এক অর্থে ঠিক। কিন্তু এর ভেতরে আরও কিছু হিসাব আছে। কোনো প্রাণীর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা—প্রতিটির পরিমাপ যদি ১০ ভাগের এক ভাগে নামিয়ে আনি, তাহলে তার ওজন এক হাজার ভাগের এক ভাগ কমে যাবে। কিন্তু এর পৃষ্ঠতল কমবে মাত্র ১০০ ভাগের এক ভাগ। ফলে উঁচু থেকে ছোট পোকামাকড় যে শক্তিতে নিচের দিকে পড়ে, তার ১০ গুণ বেশি প্রতিবন্ধকতা তার ওপর কাজ করে। তাই তার তেমন কিছু হয় না। আমরা বলতে পারি, ৩০ তলা কোনো ভবনের ওপর থেকে একটি তেলাপোকা পড়ে গেলে, মাটি যদি একটু নরম হয়, তাহলে সে এত উঁচু থেকে পড়েও দিব্যি হেঁটে চলে যাবে। ধেড়ে ইঁদুর মারা যাবে। মানুষের হাড়গোড় ভেঙে যাবে।
Source:- prothom alo technology, Times of India, BBC, CNN, Telegraph,  MNG technology News.

শাহরুখ-গৌরীর ভালোবাসার গল্প


MNG technology News :-

MNGinfo.Blogspot.Com

২২ বছর আগে দিল্লির সম্ভ্রান্ত এক ব্রাহ্মণ পরিবারের মেয়ে গৌরী শিবারকে ভালোবেসে বিয়ে করেছিলেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। হিন্দু রীতিতেই গৌরীর গলায় মালা পরিয়েছিলেন কিং খান। দিনটি ছিল ১৯৯১ সালের ২৫ অক্টোবর। গতকাল ২২তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন বলিউডের সফল এ দম্পতি। বিশেষ দিনটি উপলক্ষে অতীত ঘেঁটে শাহরুখ-গৌরীর নাটকীয় ভালোবাসার পেছনে লুকিয়ে থাকা অজানা নানা গল্পের কথা জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। শাহরুখ-গৌরীর ভালোবাসার গল্প ছবির কাহিনিকেও যেন হার মানায়। শুরু থেকেই অনেক বাধা-বিপত্তি এসেছে তাঁদের প্রেমে। কিন্তু সব চড়াই-উতরাই পেছনে ফেলে ঠিকই একে অপরের জীবনসঙ্গী হয়েছেন সফল এ প্রেমিক যুগল। ২২ বছর ধরে তাঁরা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। দুই ছেলে আরিয়ান, আবরাম ও মেয়ে সুহানাকে নিয়ে শাহরুখ-গৌরীর সুখের সংসার। মাঝে বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে শাহরুখের ঘনিষ্ঠতার খবর চাউর হওয়ায় শাহরুখ-গৌরীর সংসারে অশান্তির ঝড় উঠলেও, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সমস্যা মিটিয়ে পারিবারিক বন্ধন আরও দৃঢ় করেছেন শাহরুখ-গৌরী। দীর্ঘদিন এক ছাদের নিচে বসবাস করে ভালোবাসা, পারস্পরিক সমঝোতা এবং বিশ্বস্ততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সফল এ দম্পতি। ১৯৯১ সালে গাঁটছড়া বাঁধলেও শাহরুখ-গৌরীর পরিচয় পর্বটা হয়েছিল ১৯৮৪ সালে, যখন তাঁরা দুজনই স্কুলে পড়তেন। তখন শাহরুখের বয়স ছিল ১৯, আর গৌরীর মাত্র ১৪ বছর। একটি অনুষ্ঠানে তাঁদের প্রথম সাক্ষাত্ হয়। শাহরুখ জানিয়েছেন, প্রথম দেখাতেই গৌরীর প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠানে এক বন্ধুর মাধ্যমে গৌরীকে পটানোর চেষ্টা করেন শাহরুখ। ওই বন্ধু গৌরীকে জানান, তাঁর সঙ্গে নাচতে চান শাহরুখ। কিন্তু একবাক্যে না করে দেন গৌরী। গৌরী জানান, তিনি তাঁর প্রেমিকের জন্য অপেক্ষা করছেন। পরে শাহরুখ আবিষ্কার করেন, গৌরী মিথ্যাচার করেছেন। তিনি আসলে তাঁর ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন। তখন শাহরুখ এগিয়ে গিয়ে গৌরীকে বলেন, ‘আমিও তোমার ভাই হতে চাই।’ এভাবেই শুরু হয় শাহরুখ-গৌরীর প্রেম উপাখ্যান।

শাহরুখের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও পরিবারের সদস্যদের তা জানাতে সাহস পাননি গৌরী। কারণ তাঁর বাবা ছিলেন ধর্মপ্রাণ ব্রাহ্মণ। শাহরুখ-গৌরী চুপিসারে দেখা সাক্ষাত্ করলেও, সব সময় ভয়ে ভয়ে থাকতেন। বিশেষ করে গৌরীর ভাই তাঁদের একসঙ্গে দেখে ফেললে সবাইকে বলে দেবে—এই ভয়ে তটস্থ থাকতেন শাহরুখ-গৌরী দুজনই। একবার গৌরীর বাসায় আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হন শাহরুখ। গৌরীর বাবা-মায়ের সঙ্গে ভাব জমাতে নিজেকে হিন্দু বলে পরিচয় দেন তিনি। এভাবে দীর্ঘ পাঁচ বছর লুকিয়ে প্রেম করেছেন শাহরুখ-গৌরী।প্রেমের শুরুর দিনগুলোতে শাহরুখ-গৌরী
গৌরীকে নিয়ে অনেক বেশি আধিপত্যপ্রবণ ছিলেন শাহরুখ। এমনকি চুল খোলা অবস্থায় গৌরীকে দেখলে ভীষণ চটে যেতেন তিনি। এসব কারণে ছোটখাটো নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। কয়েক বছর প্রেমের পর গৌরী সিদ্ধান্ত নেন তিনি শাহরুখকে ছেড়ে চলে যাবেন। তাঁকে না জানিয়েই কয়েকজন বন্ধু-বান্ধবের সঙ্গে মুম্বাই চলে যান গৌরী। এটা জানার পর শাহরুখ তাঁর মাকে গৌরী সম্পর্কে সবকিছু খুলে বলেন। তখন শাহরুখের মা তাঁকে দশ হাজার রুপি দিয়ে হারিয়ে যাওয়া প্রেমিকাকে খুঁজে আনতে বলেন।
মায়ের কথামতো গৌরীকে খুঁজতে মুম্বাই যান শাহরুখ। তিনি খুব ভালো করেই জানতেন, সমুদ্রসৈকত দারুণ পছন্দ গৌরীর। এজন্য তিনি বিভিন্ন সমুদ্রসৈকতে প্রেমিকাকে খুঁজতে শুরু করেন। একদিন আকসা সমুদ্রসৈকতে ঠিকই তিনি গৌরীর সন্ধান পেয়ে যান। সামনাসামনি হতেই তাঁরা দুজনই কাঁদতে শুরু করেন। সেই মুহূর্তে গৌরী উপলব্ধি করেন, শাহরুখ তাঁকে কতটা ভালোবাসেন! মূলত তখনই আজীবনের সঙ্গী হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই প্রেমিক যুগল।
একপর্যায়ে সাহস করে বাবা-মাকে শাহরুখের বিষয়ে খুলে বলেন গৌরী। কিন্তু শাহরুখের সঙ্গে গৌরীর বিয়ে নিয়ে আপত্তি তোলেন তাঁর পরিবারের সদস্যরা। অবশেষে কয়েক বছর পর শাহরুখের হাতে মেয়েকে তুলে দিতে রাজি হন গৌরীর বাবা-মা। ১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু রীতি অনুযায়ী শাহরুখের সঙ্গে বিয়ে হয় গৌরীর।
বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই গৌরীকে উদ্দেশ করে শাহরুখ বলে ওঠেন, ‘চলো, নামাজের সময় হয়েছে।’ শাহরুখের মুখে এই কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে যান বিয়ের অনুষ্ঠানে উপস্থিত গৌরীর পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবরা। তখন হাসতে হাসতে শাহরুখ বলেন, ‘আমি স্রেফ মজা করার জন্যই এটা বলেছি।’           
MNGinfo.Blogspot.Com

গৌরীকে প্রচণ্ড ভালোবাসেন বলেই জানিয়েছেন শাহরুখ। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমি গৌরীকে অনেক ভালোবাসি। কারণ সে খুবই সত্। তাঁর জন্যই আমি পূর্ণতা পেয়েছি। তাঁর কাছে অনেক কিছু শিখেছি আমি। আমার করণীয় সম্পর্কে সে আমাকে নানা পরামর্শ দেয়। পৃথিবীতে গৌরীই আমাকে সবচেয়ে বেশি জানে ও বোঝে।’
Source:- prothom alo technology, Times of India, BBC, CNN, Telegraph,  MNG technology News.

ঘুমহীন সোনম!



MNG technology News :-

mnginfo.Blogspot.Com


ইদানীং সারারাত জেগেই থাকছেন বলিউডের অভিনেত্রী সোনম কাপুর। শুধু তাই নয়, দিনের বেলাতেও ঠিকমতো ঘুমাতে পারছেন না এই ‘সাওয়ারিয়া’ তারকা। অবশ্য সোনমের এই নিদ্রাহীনতার পেছনে কোনো রোমান্টিক কারণ নেই, তাঁর এ করুণ দশার পেছনের কারণ সম্পর্কে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোনমের বাড়ির পাশেই নতুন একটি ভবনের নির্মাণকাজ চলছে। সারাদিন মেশিনের বিকট শব্দে কান ঝালাপালা হবার জোগাড়। ‘খুবসুরত’ ছবির রিমেকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন সোনম। মূল ছবিতে অভিনয় করেছিলেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী রেখা। এবার রেখার সেই চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে চরিত্রটি নিয়ে রীতিমতো গবেষণা শুরু করে দিয়েছেন সোনম। কিন্তু মেশিনের বিকট শব্দে দিনের বেলায় মন দিয়ে গবেষণার কাজ করতে না পারায় রাতের নিস্তব্ধ সময়টাকেই বেছে নিয়েছেন সোনম। তিনি সারারাত জেগে ‘খুবসুরত’ ছবির মঞ্জু গুপ্ত চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন। সারারাত জাগার পর দিনের বেলা ঘুমিয়ে ক্লান্তি দূর করার পথও খুঁজে পাচ্ছেন না বলিউডের প্রখ্যাত অভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনম। মেশিনের বিকট শব্দে দিনের বেলায়ও ঠিকমতো ঘুম হচ্ছে না তাঁর। সব মিলিয়ে চরম দুর্দশার মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে বেচারা সোনমকে।
Source:- prothom alo technology, Times of India, BBC, CNN, Telegraph,  MNG technology News.

বেকার রণবীর!


MNG technology News :-

mnginfo.Blogspot.Com

নিজেকে বেকার দাবি করলেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা অভিনেতা রণবীর কাপুর। এই মুহূর্তে হাতে নতুন কোনো ছবির কাজ নেই বলেই জানিয়েছেন তিনি।
সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, দর বাড়িয়েছেন রণবীর। অভিনব কশ্যপের ‘বেশরম’ ছবি বক্স অফিসে সাফল্যের মুখ না দেখলেও, ছবিটিতে অভিনয়ের পারিশ্রমিক বাবদ ২০ কোটি রুপি নিয়েছেন রণবীর।
সম্প্রতি এক অনুষ্ঠানে সংবাদকর্মীদের সঙ্গে আলাপচারিতার সময় এ ধরনের খবরকে ভিত্তিহীন গুজব দাবি করে রণবীর বলেন, ‘এসব খবরে বিন্দুমাত্র সত্যতাও নেই। অভিনেতা হিসেবে ছবির ব্যবসায়িক দিক নিয়ে কথা বলাটা খুবই অস্বস্তিকর। আমি ঠিক জানি না, আপনারা আমার অভিনীত সর্বশেষ ছবিটি দেখেছেন কি না। লাভ-লোকসান ছবির অভিনয়শিল্পীদেরও গুণতে হয়। আমি এখন পুরোপুরি বেকার। এই মুহূর্তে আমার হাতে নতুন কোনো ছবির কাজ নেই।’ জানিয়েছে পিটিআই।
ইদানীং পারিশ্রমিকের পাশাপাশি ছবির লাভের অংশও দাবি করছেন অভিনয়শিল্পীরা। সম্প্রতি দীপিকা পাড়ুকোন এই দলে নাম লিখিয়েছেন বলে খবর চাউর হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে রণবীর বলেন, ‘চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত হওয়ার পর আমি ছবির ব্যবসায়িক নানা দিক সম্পর্কে জানতে পেরেছি। ছবির লাভ এবং লোকসান—দুটাই গুণতে হয় অভিনয়শিল্পীদের।’


দীপিকা প্রসঙ্গে রণবীর বলেন, ‘নির্দিষ্ট কারও সম্পর্কে আমি কিছু বলতে চাই না। আমি শুধু বলব, অভিনেতা এবং অভিনেত্রীদের মধ্যে কোনো রকম বিভেদ থাকা উচিত নয়। কারণ ছবির সাফল্যের পেছনে অভিনেত্রীদের ভূমিকা অনস্বীকার্য।’
Source:- prothom alo technology, Times of India, BBC, CNN, Telegraph,  MNG technology News.

উইন্ডোজ ৮.১ রিভিউঃ নতুন পথে জানালা [এক্সক্লুসিভ]




উইন্ডোজ ৮ রিলিজ পাওয়ার পর থেকেই একে নিয়ে বিশ্বব্যাপী আলোচনা সমালোচনার ঝড় ওঠে। ওঠাটাই স্বাভাবিক, কারণ উইন্ডোজ ৮ এর প্রকাশের মাধ্যমেই মুলত প্রচলিত ইউজার ইন্টারফেস থেকে টাচ বেজড ইউজার ইন্টারফেসের দিকে তাদের প্রথম পদক্ষেপটি বাড়ায়। উইন্ডোজ ৮ এর মাধ্যমেই আমরা আমাদের এতদিনের পরিচিত ফর্ম-ফ্যাক্টর গুলো যে অচিরেই টাচ বেজড ডিভাইস গুলোকে জায়গা করে দিবে তা উপলদ্ধি করতে শুরু করি।

আগেই বলা হয়েছে উইন্ডোজ ৮ মাইক্রোসফট উইন্ডোজ এর নতুন যাত্রার প্রথম পদক্ষেপ, তাই প্রথম পদক্ষেপ পুরোপুরি ত্রুটিমুক্ত না হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু উইন্ডোজ ৮ প্রমাণ করেছে সে তার প্রথম পদক্ষেপটি ফেলেছিল প্রায় ৮০% সঠিক। তবে আমাদের প্রত্যাশা থাকে সবসময়ই ১০০% পাওয়ার, অন্তত মাইক্রোসফটের মত একটা কম্পানির নিকট আমাদের প্রত্যাশার পারদ একটু চড়াই থাকে।

প্রতি উইন্ডোজের রিলিজের পরই মাইক্রোসফট গ্রাহকদের চাওয়া ও অসুবিধার তথ্য সংগ্রহ করে মাইক্রোসফট। সেই ফিচার গুলো যোগ আর অসুবিধাগুলোর বিয়োগ ঘটে সাধারণত পরবর্তী উইন্ডোজ রিলিজে।তাই উইন্ডোজ ৮ এর রিলিজের পরই গ্রাহকরা মাইক্রোসফটের নিকট জানায় তাদের প্রত্যাশার কথা। সে সকল প্রত্যাশা আর মাইক্রোসফটের ভবিষ্যত পরিকল্পনার মিশেলেই এসে গেল উইন্ডোজ ৮.১।



গত ১৮ অক্টোবর বিশ্বব্যাপী রিলিজ পেয়েছে উইন্ডোজ ৮.১, বর্তমান সকল উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ আরটি গ্রাহকগণ উইন্ডোজ অ্যাপ স্টোর এর মাধ্যমে বিনামূল্যে উইন্ডোজ ৮.১ এ আপগ্রেড করতে পারবেন। এছাড়া একই দিন থেকে বিশ্বের সকল অনলাইন স্টোর এবং রিটেইলারের নিকটও এটি পাওয়া যাচ্ছে।
চলুন তাহলে আর দেরী না করে ঝাঁপ দেই রিভিউ এর দুনিয়ায় এবং জেনে নেই কি নতুনত্ব আমাদের জন্য অপেক্ষা করছে !

ইন্সটলেশন এবং ওওবিইঃ
উইন্ডোজ ৮.১ এ ইন্সটলেশন ইন্টারফেস পুরোপুরি উইন্ডোজ ৮ এর মতই আছে। আমি প্রথমবার বেশ একটা ধাক্কাই খেয়েছিলাম যখন দেখলাম বুট লোগো পুরোনো এবং ইন্সটলার উইন্ডো তে উইন্ডোজ ৮ এর লোগো! পরে অবশ্য লাইসেন্স এ ৮.১ দেখে নিশ্চিত হয়েছিলাম আমি ভুলে উইন্ডোজ ৮ বুট করিনি।



স্টার্টস্ক্রিনঃ
প্রথম দেখায় যে জিনিসটা আপনার চোখে পড়বে তা হল স্টার্ট স্ক্রিনের আরো নতুন নতুন ব্যাকগ্রাউন্ড এবং কালার অপশন। এখন পিসি সেটিংস এ না গিয়েই আপনি চার্ম বারের সাহায্যে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন।



আর একটি নতুন সুবিধা হচ্ছে আপনি আপনার ডেস্কটপ ওয়ালপেপার কেই স্টার্ট স্ক্রিন ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে পারবেন।



আরেকটি নতুন সুবিধা যেটি উইন্ডোজ ফোন ৮ এ প্রথম দেখা গিয়েছিল তা হল চার আকারের টাইলস সুবিধা। এখন আপনি রিসাইজ্যাবল টাইলস গুলো Large, Wide, Medium ও Small এই চারটি আকারে পরবর্তন করতে পারবেন।



অন্য যে দিকটা ভাল লেগেছে তা হল এখন আর আগের মত কোন ডেস্কটপ অ্যাপ ইন্সটল করা মাত্র তার টাইল স্টার্টস্ক্রিণে পিনড হয়না। ফলে আপনার স্টার্টস্ক্রিণ কয়েকদিন ব্যবহারের পরও আর জঞ্জালে পরিপুর্ণ মনে হবেনা।

একটি নতুন বাটন যুক্ত হয়েছে স্টার্টস্ক্রিণের বাম পাশের নিচের দিকে যার সাহায্যে আপনি সহজেই All Apps পেজে যেতে পারবেন। All Apps পেজে আপনার পিসিতে ইন্সটলকৃত সকল মর্ডার্ণ এবং ডেস্কটপ অ্যাপস দেখতে পারবেন। তাই টাইল স্টার্টস্ক্রিণে যুক্ত না হলেও অ্যাপগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন সহজেই।



ডেস্কটপঃ
মাইক্রোসফট গত কয়েক উইন্ডোজ রিলিজ ধরে ডেস্কটপ ইন্টারফেস পরিবর্তনে এক প্রকার অনীহাই দেখাচ্ছে। এর ব্যতীক্রম এবার ঘটেনি। তাই প্রথম বুটের পর আপনাকে অভ্যর্থনা জানাবে সেই ভিস্তা যুগের ডেস্কটপ ইন্টারফেসই।
ডিফল্ট ওয়ালপেপার হিসেবে আছে একটি হলুদ রাঙ্গা ওয়ালপেপার। এক্ষেত্রেও উইন্ডোজ ৮ এর ডিফল্ট ওয়ালপেপারে যেমন অনেক কিছুই লুকায়িত ছিল, উইন্ডোজ ৮.১ এ তেমন কিছু নেই।



যারা উইন্ডোজ ৮ যারা ব্যবহার করছেন কিন্তু উইন্ডোজ ৮.১ প্রিভিউ ব্যবহার করেননি কিংবা খবর ও দেখেননি তাদের চোখ নিশ্চয়ই আটকে গেছে উপরের ছবিটার নিচের সর্ব বামের কোণায়। হ্যাঁ, ভুল দেখছেন না মাইক্রোসফট স্টার্ট বাটনের প্রত্যাবর্তন ঘটিয়েছে এই রিলিজে। তবে তার কাজ এখন ডেস্কটপ আর স্টার্টস্ক্রিনের মধ্যকার সুইচার হিসেবেই সীমাবদ্ধ। তবুও অনেক ইউজার কে অন্তত চোখের শান্তি দেবে স্টার্ট বাটনের আগমন।
স্টার্টবাটনের মাধ্যমে স্টার্টমেনুর আগমন না ঘটলেও এতে রাইট ক্লিক করলে নতুন একটি মেনু আসবে যাতে রয়েছে দরকারী অনেক শর্টকাট। উইন্ডোজ ৮ এও এটি রয়েছে কিন্তু শাট ডাউন মেনুটি নতুন সংযোজন। এছাড়া Windows Key + X চেপেও মেনুটি অ্যাক্সেস করা যায়।



মর্ডার্ন ইউআই একটি সম্ভাবনাময় ইন্টারফেস হলেও অনেকেই এখনো এর সাথে তেমন অভ্যস্ত হতে পারিনি। তাই অনেকেই উইন্ডোজ ৮ এ থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে সরাসরি ডেস্কটপে বুট করতেন। তাদের কথা চিন্তা করে মাইক্রোসফট উইন্ডোজ ৮.১ এ সরাসরি ডেস্কটপে বুট করার সুবিধা যোগ করেছে।



ডেস্কটপ ফাইল ম্যানেজারঃ
উইন্ডোজের অন্যতম বড় আকর্ষণীয় দিক ফাইল ম্যানেজার বা এক্সপ্লোরার। উইন্ডোজ ৮ এর থেকে তেমন একটা পরিবর্তন হয়নি এই দিকটায়। পরিবর্তনের মধ্যে সবচেয়ে বড় এর নাম, এখন এক্সপ্লোরার পরিচিতি পাবে This PC নামে। নামেই বুঝা যাচ্ছে আপনার পিসির প্রায় সবকিছুই পরিচালনা করতে পারবেন এর মাধ্যমে। ডিস্ক ড্রাইভ থেকে শুরু করে স্কাই ড্রাইভ সবই ম্যানেজ করতে পারবেন এখান থেকে।
এখানেও রয়েছে আরেকটি প্রত্যাবর্তন, এখানে আপনার পার্সনাল ফোল্ডার যেমন ডকুমেন্টস, ডাউনলোডস ইত্যাদি অ্যাক্সেস করতে পারবেন। এই ফিচারটি উইন্ডোজ এক্সপি তে থাকলেও পরবর্তি রিলিজ গুলোতে ছিল না। অবশ্য কার যদি পছন্দ না হলে রিমুভও করতে পারবেন সহজেই।



সেটিংসঃ
সময়ের সাথে মাইক্রোসফট চাচ্ছে উইন্ডোজের সব কিছুই মর্ডার্ন ইন্টারফেসের আওতায় আনতে। তারই ধারাবাহিকতায় এখন আপনি পিসি সেটিংস থেকেই আরো ডিপ লেভেল সেটিংসও দেখতে ও পরিবর্তন করতে পারবেন।



স্টোরঃ
বর্তমানে উইন্ডোজের প্রতিদ্বন্দ্বী শুধু ম্যাক কিংবা লিনাক্স অপারেটিং সিস্টেমেই সীমাবদ্ধ নয়, উইন্ডোজ ৮ এর রিলিজের পর থেকে মাইক্রোসফট ট্যাবলেট বাজারকে তার হাতের মুঠোয় নেয়ার চেষ্টা করছে। একাজে মাইক্রোসফটের সবচেয়ে বড় বাধা অ্যাপল এর আইওএস এবং গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। বর্তমান ট্যাবলেট বাজারের প্রায় পুরোটাই এই দুই জায়ান্টের দখলে এবং এই দখলদারীত্বের যেটি সবচেয়ে বড় নিয়ামক তা হচ্ছে অ্যাপস।

অপারেটিং সিস্টেমে যত বেশী অ্যাপস তার গ্রাহকপ্রিয়তা তত বেশী, বর্তমান বাজারে এরকম চলই লক্ষ করা যাচ্ছে। তাই দুই ঘোড়ার দৌরে মাইক্রোসফট তৃতীয় ঘোড়া হিসেবে জায়গা করে নেয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ডেভেলপারদের। কারণ তারাই পারে কোয়ালিটি অ্যাপস তৈরি করে গ্রাহককে আকৃষ্ট করতে। তাই উইন্ডোজ ৮.১ এ ডেভেলপারদের জন্য বাড়তি সুবিধার পাশাপাশি গ্রাহকদের জন্যও এসেছে অনেক পরিবর্তন।

উইন্ডোজ ৮.১ এ স্টোরের ইন্টারফেসে অনেক পরিবর্তন আনা হয়েছে। নতুন ইন্টারফেসটি এখন আগের চাইতে অনেক গোছানো এবং আকর্ষণীয়।



উইন্ডোজ এর মর্ডার্ণ অ্যাপের সংখ্যা প্রথম থেকেই বেশ ভালভাবেই বৃদ্ধি পাচ্ছে। তার পাশাপাশি এখনকার ট্যাবলেট মার্কেটের অনেক জনপ্রিয় টাইটেলও এখন খুজে পাবেন উইন্ডোজ স্টোরে।



স্টোরের আরেকটি নতুন সুবিধা অটো অ্যাপ আপডেট। এখন আর স্টোর থেকে নামানো অ্যাপ গুলো ম্যানুয়ালি আপডেট করতে হবেনা, অটো আপডেট অন করে নিলে স্টোর নিজে থেকেই অ্যাপ গুলো আপডেট করে নেবে।

ইউনিফাইড সার্চঃ
উইন্ডোজ ৮.১ এর আরেকটি দারুণ ফিচার ইউনিফাইড সার্চ। অর্থাৎ এখন থেকে উইন্ডোজ ৮.১ এর চার্মবার থেকে একাধারে আপনি কম্পিউটারের সকল অ্যাপ, ফাইল ও ওয়েব সার্চ করতে পারবেন। যারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেছেন তারা গুগল নাউ এর মিল পাবেন নতুন এই ফিচারটির সাথে।



বিশেষ ক্ষেত্রে আপনার সার্চ রেজাল্ট প্রয়োজনীয় সকল তথ্য সহ এরকম সুন্দরভাবে উপস্থাপিত হবে।



উন্নত মাল্টিটাস্কিং:
উইন্ডোজ ৮.১ এসেছে আরো উন্নত মাল্টিটাস্কিং সুবিধা নিয়ে। নতুন স্ন্যাপ এর মাধ্যমে আপনি একত্রে একসঙ্গে চারটি পর্যন্ত অ্যাপ স্ন্যাপ করতে পারবেন অর্থাৎ পাশাপাশি চালাতে পারবেন।



এই ফিচারটি অ্যাপ ও স্ক্রিন রেজ্যুলেশনের ওপর নির্ভরশীল বলে স্ন্যাপ করা অ্যাপের সংখ্যা বিভিন্ন হতে পারে।

ভাষা ও বাংলাঃ
মাইক্রোসফট মাল্টিল্যাঙ্গুয়েজ সাপোর্টকে উইন্ডোজ ৮ এ বেশ গুরুত্বের সাথেই নিয়েছিল যার ধারা এখনো অব্যাহত আছে। উইন্ডোজ ৮.১ অনেক গুলো নতুন ভাষার সাপোর্ট যুক্ত করেছে।



উইন্ডোজ ৮.১ এর পিসি সেটিংস থেকে সহজেই বাংলাকে আপনার প্রাইমারী বা প্রধান ভাষা হিসেবে সিলেক্ট করতে পারবেন। ফলে কিবোর্ড এ লেখার সময় ডিফল্ট হিসেবে সিলেক্টেড থাকবে বাংলা। আপনি সহজেই Windows Key + Space চেপে আপনার সিলেক্ট করা ভাষা গুলোর মধ্যে পরিবর্তন করতে পারবেন।



তবে এখনো একটি অপুর্ণতা রয়েই গেছে। মাইক্রোসফট উইন্ডোজ ৮.১ এও কোন বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক রিলিজ করেনি। আমাদের অনুরোধ থাকবে একুশে ফেব্রুয়ারীর জন্মভূমির মাতৃভাষা, বিশ্বের চতুর্থ বৃহত্তম ভাষা বাংলার যেন একটি ল্যাঙ্গুয়েজ প্যাক রিলিজ করা হয়।

মিউজিক ও ভিডিওঃ
উইন্ডোজ ৮.১ এর মর্ডার্ন মিউজিক প্লেয়ারে এসেছে বেশ কিছু পরিবর্তন। এটি এখন থেকে পরিচিতি পাবে এক্সবক্স মিউজিক নামে। নামের সাথে এর ইন্টারফেসেও এসেছে অনেক পরিবর্তন।



নতুন মিউজিক অ্যাপটি সিম্পল ডিজাইনের কিন্তু খুবই আকর্ষণীয়। আগের মিউজিক প্লেয়ারটি অ্যালবাম আর্ট লোড করতে গেলেই অ্যাপটি অনেক ল্যাগ করত। কিন্তু নতুন প্লেয়ারটি বেশ ফাস্ট এবং ফ্লুইড যা আপনাকে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার চালু করা থেকে বিরত রাখতে যথেষ্ট।



উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের মতই বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে গান গুলো সর্ট করার সুবিধা আছে এতে।



মিউজিক প্লেয়ারের ইন্টারফেসে ব্যাপক পরিবর্তন আনা হলেও ভিডিও প্লেয়ারের ইন্টারফেসটি তেমন পরিবর্তন করা হয়নি। তবে ইন্টারফেসের তেমন পরিবর্তন না হলেও পার্ফর্মেন্স উইন্ডোজ ৮ এর চাইতে বেশ বৃদ্ধি পেয়েছে।



সোশ্যাল নেটওয়ার্কিং এবং মেসেঞ্জিং:
বর্তমান সময়টাই সোশ্যাল নেটওয়ার্কিং এর। তাই এক্ষেত্রে পিছিয়ে নেই উইন্ডোজ ৮.১ ও। উইন্ডোজ ৮.১ এ প্রিইন্সটলড হিসেবে রয়েছে Peoples অ্যাপ যার মাধ্যমে আপনি টুইটার, ফেসবুকের মত জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোতে যুক্ত থাকতে পারবেন।

এছাড়া পিছিয়ে নেই সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর অফিসিয়াল অ্যাপ সমুহও। উইন্ডোজ ৮.১ এর রিলিজের দিন বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাপ রিলিজ পেয়েছে। যার মধ্যে সবচেয়ে আলোড়ন তুলেছে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি। ইউনিফাইড সার্চ, স্ন্যাপ ভিউ এর সকল সুবিধা নিয়ে তৈরি করা অ্যাপটি স্টোরে বিনামুল্যে পাওয়া যাচ্ছে।



উইন্ডোজ ৮.১ আরেকটি প্রশংসনীয় সংযোজন, স্কাইপে অ্যাপ। উইন্ডোজ ৮ এর মেসেঞ্জিং অ্যাপটির বদলে এখন থেকে স্কাইপ উইন্ডোজ ৮.১ এর প্রধান মেসেঞ্জার হিসেবে থাকবে। স্কাইপের ব্যাপারে নতুন কিছু বলার নেই, অ্যাপটিতে স্কাইপের সকল সুবিধাই পাওয়া যাবে হাতের নাগালে।



ইন্টারনেট এক্সপ্লোরারঃ
উইন্ডোজ ৮.১ এর সাথে প্রি ইন্সটলড রয়েছে মাইক্রোসফটের সর্বশেষ ইন্টারনেট ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোরার ১১; বর্তমানে ইন্টারনেট এক্সপ্লোরার তার বাজারের বেশ বড় অংশই হারিয়েছে ক্রোম ও ফায়ারফক্সের কাছে। তাই মাইক্রোসফট বেশ জোরেশোরেই নেমেছে হারানো রাজত্ব উদ্ধার করতে। ইন্টারনেট এক্সপ্লোরার ১১ এর মেট্রো ইন্টারফেসের কিছু পরিবর্তন এসেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল, এখন আপনি সহজেই অ্যাড্রেসবার কে স্থায়ীভাবে ভিসিবল করে রাখতে পারবেন। আরো কিছু ছোট পরিবর্তনের সাথে ইঞ্জিনের ব্যাপক পরিবর্তন পার্ফর্মেন্স অনেকাংশেই বৃদ্ধি করেছে।



হেল্প এবং টিপসঃ
উইন্ডোজ ৮ এ অনেক নতুন জেটসার ও নতুন কন্ট্রোল নিয়ে আসে। বেশিরভাগ নতুন ইউজারদের এসকল নতুন ফিচার গুলোর সাথে মানিয়ে নিতে বেশ কষ্ট হয়েছে। তাই নতুন ফিচার গুলোর সাথে ইউজারদের পরিচিত করতেই উইন্ডোজ ৮.১ দেয়া আছে Help+Tips নামে একটি অ্যাপ। এর মাধ্যমে সহজেই একজন ইউজার উইন্ডোজ ৮.১ এর নতুন ফিচার গুলোর সাথে পরিচিত হতে পারবেন।



কিভাবে আপগ্রেড করবেনঃ
যারা উইন্ডোজ ৮ ব্যবহার করছেন তারা বিনামুল্যে উইন্ডোজ ৮.১ এ আপগ্রেড করতে পারবেন। এজন্য আপনাকে উইন্ডোজ স্টোর এর মাধ্যমে আপগ্রেড করতে হবে। এছাড়া আপনি যদি DreamSpark বা MSDN/TECHNET এর সদস্য হয়ে থাকেন, তবে আপনি ISO ইমেজ ডাউনলোড করেও আপগ্রেড করতে পারেন বা ক্লিন ইন্সটল করতে পারেন।

এখন প্রশ্ন হল, আপনি কি উইন্ডোজ ৮.১ আপগ্রেড করবেন?
আপনি যদি উইন্ডোজ ৮ এর ইউজার হয়ে থাকেন তবে উত্তর হবে, হ্যাঁ, অবশ্যই। উইন্ডোজ ৮ এর থেকে ৮.১ এ আপগ্রেড না করার কোনো উপাদান ই উপস্থিত নেই ৮.১ এ। কারণ উইন্ডোজ ৮ থেকে ৮.১ সব দিক থেকেই অনেক উন্নত, আরো পরিণত।

আপনি যদি উইন্ডোজ ৭ এ থাকেন, উইন্ডোজ ৮ স্কিপ করে, আমি বলব এবার সময় হয়েছে নতুন কিছু ট্রাই করার। উইন্ডোজ ৮ এর সম্পর্কে যেসকল দুর্নাম আপনি হয়ত শুনেছেন তার অনেকাংশই ৮.১ এ অনুপস্থিত। তাই আমি মনে করি না ৮.১ আপনার কর্মদক্ষতাকে বাড়ানো ছাড়া কমিয়ে দেবে। উইন্ডোজ এক্সপি ইউজারদের প্রতি কিছু বলার মত ভাষা অবশ্য আমার অভিধানে নেই।

অনেকেই হয়ত এতক্ষন পড়ে বুঝে গেছেন উইন্ডোজ এর নতুন আপগ্রেড সাইকেল এর জন্যেই পোস্টের এ টাইটেল। ট্যাবলেট মার্কেটের সাথে তাল মেলাতে এবং উইন্ডোজ ৮.১ এর সমস্যা গুলো শোধরাতে হয়ত আগামী একবছর পরেই আমরা নতুন আরেকটি আপগ্রেড পাব। ফলে দ্রুত আপডেটের কারণে উইন্ডোজ হয়ে উঠবে আরো আকর্ষণীয়।

সবমিলিয়ে বলা যায় উইন্ডোজ ৮.১ বর্তমান বাজারের ডেস্কটপ ও ট্যাবলেট ওএস গুলোর মধ্যে শক্তিশালী অবস্থানেই আছে। উইন্ডোজ ৮.১ নিয়ে মাইক্রোসফট প্রস্তত আবার বাজারকে মাত করার জন্য।

শেষ কথাঃ

উইন্ডোজ ৮ এসেছিল নতুন যুগের টাচ বেজড উইন্ডোজ ইন্টারফেসের সুচনা করতে। নতুন যুগের প্রথম পদক্ষেপ ছিল এটি। প্রথম পদক্ষেপ বলেই বেশ কিছু ফিচার ছিল অসম্পুর্ণ, কিছু পরিবর্তন ছিল ভুল। কিন্তু আশার কথা হল মাইক্রোসফট খুব দ্রুতই এসকল ত্রুটি গুলো ধরতে পেরেছে এবং মাত্র এক বছরের মধ্যেই একটি নতুন রিলিজ প্রকাশ করে তাদের ভুল গুলো শোধরানোর যথাসম্ভব চেষ্টা করেছে।
Writing Credit - Musfikus

Thanks to Visit On MNG info

Holo Launcher Plus APK Full



Holo Launcher Plus v2.0.2 APK

Required Android O/S : 2.2+ - to Latest Version

Simple, powerful, fast and highly customizable home replacement


Play Store Link:-  Holo Launcher Plus play.google.com.hololauncherplus
Simple, powerful, fast and highly customizable home replacement, based on Android 4.0.4 ICS Launcher.
Not like Apex Launcher or Nova Launcher, Holo Launcher can run on Froyo, Gingerbread, ICS and Jelly Bean.

Features:
Full ICS Style: ICS Icons, Folders, Outlines, Drawer Tabs, etc.
Custom Desktop Pages/Grid: Up to 9 desktop pages and 10 x 10 grid.
Custom Drawer Portrait/landscape Grid
Scrollable Dock: Up to 7 icons per page and up to 3 pages.
Infinite Scrolling
Gestures: Swipe up/down on desktop to launch apps quickly.
Customizable shortcut/folder icons, support ADW icon pack.
Desktop Previews: Pinch to access desktop previews.
Backup and Restore: Backup and restore your settings and shortcuts.
Other Customization Options: Keep in memory, home key action, hide apps in drawer, hide labels, etc.
Plus Features:
Multiple configurable drawer tabs
Unread count notifications for call, sms and gmail
More desktop gestures: Pinch in/out, Two Finger Swipe and Double-tap
Dock icon Swipe up/down gestures
More transition effects
Widgets overlapping
1x1 widgets in dock
Other enhancement and customization options.
What's in this version : (Updated : Feb 4, 2013)
New option: Hide crosshairs when drag
Improved dock icon gesture (plus)
Bug fixes
Translations


" Before Install.. Unrar the File "

Thanks to visit on MNG info - Always Updating..

If any problem to Download or link does not Work
Please.. Comment On the Box.

We will Solved it..

PlayerPro Music Player APK Full




PlayerPro Music Player v2.72 APK
  
The ultimate music & video player for Android.

Play Store link:-  PlayerPro Music Player play.google.com.tbig.playerpro
Key Features:
Browse and play your music by albums, artists, genres, songs, playlists, folders, and album artists.
Video browser and player.
Automatically downloads missing album artwork, artist pictures and genre illustrations.
Manually pick your preferred album artwork, artist pictures, genre illustrations from the Internet, the Gallery app, ID3 tags, or album folder.
Change the user interface of the Player by installing one of the 14 available SKINS, all for free.
Customize the layout, chosing between GRID or LIST views.
Read album and artist REVIEWS.
Download, search and and save LYRICS to your music files using standard ID3 tags.
Single and group TAG EDITING: title, album, artist, album artist, track, year, genre, comment. Formats supported: mp3, ogg, flac, wma, wav, m4a, mp4.
Mixable AUDIO EFFECTS for Android >2.3 devices: 5 band graphic EQUALIZER with default/customizable presets (edit, rename, delete), STEREO WIDENING effect (virtualizer), REVERB effects (large hall, medium hall, plate, small room, medium room, large room), BASS BOOST effect, volume control.
Free additional DSP PLUGIN for Android <=2.2 or >=2.3 devices: 10 band graphic EQUALIZER with 15 default/customizable presets, PRE-AMP control, BASS BOOST control, volume control. Go to Settings > Audio and select "Download DSP pack" option to install the free plugin.
Dolby and SRS sound effects for HTC devices equipped with HTC sound enhancement (HTC desire HD, etc).
Music stats and SMART PLAYLISTS: Recently added, Top rated, Most played, Recently played, Least played. Build additional custom playlists using the SMART PLAYLIST EDITOR and the many different criteria it offers: album, artist, title, play/skip count, last played/added, rating, is a podcast, duration, year etc. All smart playlists are AUTO-UPDATED.
Import and export music history and ratings from your favorite desktop music player: Songbird, Winamp, Windows Media Player, MediaMonkey ...
Music folder selection.
Choice of 2 LOCK SCREEN widgets with many customization options: unlock slider, sound toggler, skip tracks using volume buttons, swipe gestures, background selection, controls selection, time display, skin selection ...
Choice of 5 different home screen WIDGETS (4x1, 2x2, 3x3, 4x4, 4x2). All widgets are customizable and skinnable: 6 different SKINS available, option to display artist picture instead of album artwork, option to display ratings, shuffle/repeat controls etc.
NOTIFICATION STATUS support: display album artwork, title, album and artist, play/pause, skip forward and stop CONTROLS (ICS only) in notification status.
Supported SCROBBLERS: Simple Last.fm, Scrobble Droid, Official Last.fm app.
SLEEP TIMER with fade out.
SHARE text notifications, album/artist artwork on your favorite social networks: Twitter, Facebook, Gmail, Picassa etc.
HEADSET support. Customize long press and double/triple press actions.
Library wide SEARCH. VOICE search support.
SWIPE gestures (player: swipe album art to skip songs, browsers: swipe left to play next, swipe right to play last).
SHAKE IT feature: give your phone a shake to play next/previous song (e.g.: shake top to bottom or bottom to top to play next/previous song).
Create playlist SHORTCUTS.
APP2SD support.
What's in this version: (Updated : May 20, 2013)
Album/artist artwork enhancements:
Artwork is now displayed in its original scale in all browser views
Increased artwork quality on high resolution devices
Improved accuracy of album artwork auto search function
Artwork search functions now return more results
Notification enhancements:
Option to select expanded notifications layout
Option to enable ticker text when changing songs
Ability to manually edit song lyrics
Updated translations
A few bug fixes


" Before Install.. Unrar the File "

Thanks to visit on MNG info - Always Updating..

If any problem to Download or link does not Work
Please.. Comment On the Box.
We will Solved it..

MAVEN Music Player 3D APK Full



MAVEN Music Player (3D,Lyrics) v1.7.33 APK 

Take a music trip with MAVEN Music player, and find out its fantastic control features and unbeatable audio quality!
  
 Play Store Link:- MAVEN Music Player (3D,Lyrics) play.google.com.player3
It delivers all the Maven 3D surround effect which presents dynamic and fantastic sound to listeners with real time synchronized lyrics.
Even when using external stereo speakers, multi-channel virtual surround effect offers you highly immersive listening environment.

MAVEN Solution (Multiform Audio Virtualizing & Enhancing Nexus)
1. XOME-i
No headaches, no hurting ears on earphone use. Sound comes out of head and ears, so it creates a feeling like listening through speakers while using earphones and headphones. It provides richer and cleaner sound quality. Enjoying High fidelity audio is available on mobile devices with XOME-i.

2. LIVE
Realization of 3 dimensional presence of powerfully reverberating sound when listening with earphone or speaker by creating the feeling of appreciating music in an actual live concert hall.

3. MEX
Reinforce insufficient reproductive capability of low-pitched and high-pitched sounds, while reinforcing stereo component of sound in order to further widen width of the stereo sound.

4. EQUALIZER
Equalizer will adjust levels of each frequency band of sound, enabling the user to adjust the quality of a tone to his taste.
This Solution is provided with a type that the user can adjust levels of each band like 9 band, or in preset type or in userset type. Provided preset can be configured with maximum 13 kinds including VOICE, JAZZ, CLASSIC, ROCK, DANCE, etc.

5. EVS
Now, you can enjoy virtual surround sound through your normal stereo speakers. Virtual 5.1 Speaker is a solution that enables creation of wider and affluent stereo sound images under such environment. Voices are placed in front of you and ambient sound appears all around you… just like a live performance

Features:
MAVEN Effect(3D sound)
XOME-i(Externalization), Live(Reverberation), Mex(Maestro), EVS(Virtual Speaker)
9 band graphic equalizer, 13 default preset (Voice, Jazz, Classic, etc), Custom preset (Save, Remove)
Response Curve of Equalizer
Volume Control (Media Volume, Pre Volume, Left/right channel adjustment)
Display lyrics in tag including lyrics search via Alsong plugin
Brightness control
Play music by artits, albums, songs, playlists, genres and folders
Songs search
Songs Rescan
Playlist management
Multi Select, Delete, Play, Add to Playlist
Rename
Repeat and Suffle
configurable widget types (size: 4x1, 4x2, 4x4)
Read Phone state (In order stop/resume playback during incoming / outgoing calls,
Player requires read only rights to read phone state)
BlueTooth
Lock Screeen
Sleep Timer
Fade In/Out
Ringtone
Moving the SD Card
Help of Play, Volume, Effect
Language Translations:
English
Korean
Chinese
Japanese


" Before Install.. Unrar the File "

Thanks to visit on MNG info - Always Updating..

If any problem to Download or link does not Work
Please.. Comment On the Box.
We will Solved it..