Search

:: MNG Info ::

Try To Better Service....

:: Info

:: 8001313707 ::

:: MNG...Flash ::

২০১৭ সালে ৫০০ কোটি মোবাইল ফোন ব্যবহারকারী!


MNG technology News :-

বিশ্বে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ২০১৭ সাল নাগাদ ৫০০ কোটি ছাড়িয়ে যাবে। পরিসংখ্যানবিষয়ক পোর্টাল স্ট্যাটিসটার সাম্প্রতিক এক তথ্যে বলা হয়েছে, বর্তমানে বিশ্বে ৪৩০ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে। আগামী তিন বছরে প্রায় ১০০ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার শুরু করবে বলে ধারণা করছেন গবেষকেরা।

স্ট্যাটিসটার তথ্য অনুযায়ী, এশিয়া মহাদেশে দ্রুত বাড়ছে মোবাইল ফোনের ব্যবহার। বর্তমানে এশিয়াতেই বেশি মোবাইল ফোন ব্যবহূত হচ্ছে। এশিয়ার ২৪০ কোটি মানুষের হাতে এখন মুঠোফোন রয়েছে, যা আগামী তিন বছরে বেড়ে ৩০০ কোটির ঘরে পৌঁছে যাবে।

স্ট্যাটিসটার এই প্রতিবেদনের সঙ্গে অবশ্য আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আইটিউয়ের তথ্য অনুযায়ী, ২০১২ সালে বিশ্বে ৬০০ কোটি মানুষের কাছে মুঠোফোন পৌঁছে গেছে। কয়েক বছরের মধ্যে বিশ্বের ৭০০ কোটি মানুষের হাতেই মুঠোফোন পৌঁছাবে।




স্ট্যাটিসটা সম্প্রতি যে চার্ট  প্রকাশ করেছে, তার লিংক
Source:- prothom alo technology, Times of India, BBC, CNN, Telegraph,  MNG technology News.

0 comments:

Post a Comment