Search

:: MNG Info ::

Try To Better Service....

:: Info

:: 8001313707 ::

:: MNG...Flash ::

প্রজাপতির ডানায় বিদ্যুৎ


MNG technology News :-


প্রজাপতি হতে পারে ন্যানোস্কেল ইলেকট্রনিকস বা অতি সূক্ষ্ম বিদ্যুতের উৎস। জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির গবেষক ইজিরো মিয়াকোর নেতৃত্বে একদল বিজ্ঞানী মম্ফো সালকোওস্কি প্রজাতির প্রজাপতির ডানার নকশা নিয়ে গবেষণার ভিত্তিতে বলছেন, এই পতঙ্গের ডানায় রয়েছে কার্বন ন্যানোটিউবের সংযোগ, যা আলোকে তাপে রূপান্তর করে এবং ডিএনএ বিন্যাসক্রমের পুনরাবৃত্তি ঘটায়।তবে কেবল প্রকৃতির ওপর নির্ভর করে এই ন্যানোস্কেল ইলেকট্রনিকস প্রযুক্তি ব্যবহার করা সম্ভব নয়। এ জন্য প্রযুক্তির সাহায্যও নিতে হয়। তবে প্রজাপতির ডানার সংকর এবং ন্যানোকার্বনের সংযোগের সমন্বয়ে এই সূক্ষ্ম বিদ্যুৎ নিরবচ্ছিন্নভাবে উৎপাদন করা অত্যন্ত কঠিন। এই বিদ্যুৎ দিয়ে উন্নত প্রযুক্তির সাহায্যে বিভিন্ন রোগ নির্ণয় সম্ভব হতে পারে। এ ছাড়া পরিধানযোগ্য সূক্ষ্ম বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতেও কাজে লাগতে পারে। এই প্রজাপতির ডানার উপরিভাগে রয়েছে সূক্ষ্ম সৌর কোষ। মৌচাক আকৃতির এই কোষ আলোকে বন্দী করে অনেকটা ফাইবার-অপটিক তারের মতো। এরপর সেই আলো তাপে রূপান্তরিত হয়ে পতঙ্গটিকে উষ্ণতা জোগায়। এই প্রজাপতির ডানার বিদ্যুৎ পরিবাহিতা অত্যন্ত বেশি এবং এটি ডিএনএ বিন্যাসক্রম পুনরাবৃত্ত করার কাজে ব্যবহার করা যেতে পারে। তবে এই ডানা থেকে আনুপাতিক হারে বিদ্যুৎ সরবরাহ পাওয়ার ব্যাপারটি বেশ কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট বিজ্ঞানীদের দাবি, প্রজাপতির ডানায় বিদ্যুতের এই উপস্থিতি সঠিকভাবে কাজে লাগিয়ে জৈবপ্রযুক্তি গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে। কার্বন ন্যানোটিউবের জৈব যৌগ অত্যন্ত স্থিতিস্থাপক ও হালকা অবস্থায় পাওয়া গেলে একদিন হয়তো কারখানায় প্রচুর পরিমাণে প্রজাপতির উপস্থিতি নিশ্চিত করতে হবে। নিউ সায়েন্টিস্ট
Source:- prothom alo technology, Times of India, BBC, CNN, Telegraph,  MNG technology News.

0 comments:

Post a Comment