Search

:: MNG Info ::

Try To Better Service....

:: Info

:: 8001313707 ::

:: MNG...Flash ::

অভাবে বুদ্ধি নষ্ট!



MNG technology News :-

কথায় বলে অভাবে স্বভাব নষ্ট। গবেষকেরা বলছেন, অর্থের অভাবে পড়লে মানুষের বুদ্ধি ঠিকমতো কাজ করে না। অর্থচিন্তার কারণে মানুষের আইকিউ বা বুদ্ধাঙ্ক ১৩ পয়েন্ট পর্যন্ত কমে যায়।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, মানুষ অর্থাভাবে পড়লে স্বাভাবিক বোধবুদ্ধি কমে যায়, তখন তাদের নেওয়া সিদ্ধান্তের ক্ষেত্রেও প্রভাব পড়তে দেখা যায়। প্রায় ক্ষেত্রেই অভাবের তাড়নায় খারাপ সিদ্ধান্ত নিতে দেখা যায়। দেনামুক্তির জন্য এ সময় অতিরিক্ত দেনা করার প্রবণতাও দেখা যায়, যাতে দুর্দশা আরও বাড়ে। তবে অভাব কেটে গেলে আবার বুদ্ধি ঠিকমতো কাজ করতে শুরু করে এবং স্বাভাবিক মানুষের মতো সিদ্ধান্ত নিতে দেখা যায়।

হার্ভার্ডের অর্থনীতিবিদ সেনধি মুলাইনাথান বলেন, ‘গবেষণায় দেখা গেছে, দরিদ্র অবস্থায় অর্থ ছাড়াও আরও কিছু চাহিদার ঘাটতি দেখা যায়। এ সময় বুদ্ধিবৃত্তিও কমে যায়।’

গবেষকেরা বলেন, গরিব বলে কম মেধা রয়েছে, বিষয়টি এমন নয়। বরং আর্থিক দুশ্চিন্তার সঙ্গে বিষয়টি সম্পর্কিত।


‘সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণাসংক্রান্ত নিবন্ধ।
Source:- prothom alo technology, Times of India, BBC, CNN, Telegraph,  MNG technology News.

0 comments:

Post a Comment